সোমবার, ২৯ জুলাই, ২০১৯, ০৭:২৯:৩০

‌সত্যিকারের অর্ধাঙ্গিনী; স্বামীকে‌ আগ্নেয়গিরির গহ্বর থেকে একাই উদ্ধার করেন স্ত্রী!

‌সত্যিকারের অর্ধাঙ্গিনী; স্বামীকে‌ আগ্নেয়গিরির গহ্বর থেকে একাই উদ্ধার করেন স্ত্রী!

এক্সক্লুসিভ ডেস্ক : নবদম্পতির মধুচন্দ্রিমা নাকি ভালোবাসার পরীক্ষা। এই প্রশ্নটাই মনে আসে ইন্ডিয়ানা দম্পতি ক্লে এবং অ্যাকিমি চ্যাস্টেইনের ক্ষেত্রে। কারণ মধুচন্দ্রিমায় গিয়ে আগ্নেয়গিরির গহ্বর থেকে একাই স্বামীকে উদ্ধার করেন অ্যাকিমি।

হাসপাতালের বিছানায় শুয়ে ক্লে বলেছেন, গত ১৮ তারিখ মধুচন্দ্রিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট কিটস্‌–এ গিয়েছিলেন তারা। পরদিন সেন্ট কিটস্‌–এর সর্বোচ্চ শৃঙ্গ, ঘুমন্ত আগ্নেয়গিরি লিয়ামুইগায় ট্রেকিং করতে যান তিনি। 

ঘুমন্ত আগ্নেয়গিরির গহ্বরে নামার সময় দড়ি ছিঁড়ে প্রায় ৫০ ফুট ভিতরে পড়ে যান। নিজে প্রথমে ট্রেকিং না করলেও চোখের সামনে স্বামীকে পড়ে যেতে দেখে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে যান অ্যাকিমি।

সাহায্যের জন্য কাউকে আশেপাশে দেখতে না পেয়ে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে একাই লিয়ামুইগার গহ্বরে নেমে পড়েন তিনি। তবে লিয়ামুইগা আগ্নেয়গিরি দীর্ঘদিন ঘুমন্ত থাকায় তার ভিতরের গহ্বরে প্রচুর গাছপালা জন্মিয়ে গিয়েছে। ফলে প্রাণহানি হয়নি ক্লে–র বা তিনি সেভাবে গুরুতর জখমও হননি।

ক্লে বলেছেন, ফেরার পথে শরীর অত্যন্ত ভেঙে পড়লেও এবং প্রচন্ড বমি হতে থাকলেও শুধু অ্যাকিমির উৎসাহেই তার সঙ্গে কোনওমতে দড়ি বেয়ে আগ্নেয়গিরির গহ্বর থেকে বেরিয়ে আসেন তিনি। 

তারপর লিয়ামুইগার পাদদেশে এসে মোবাইলে নেটওয়ার্ক পেলে পর পুলিশে খবর দেন তারা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ক্লে–কে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, ক্লে–র করোটির হাড়, শিরদাঁড়া ভেঙেছে। ডান কানে এরপর থেকে কম শুনতে পাচ্ছেন তিনি। 

এদিকে, ক্যারিবিয়ান দ্বীপে চিকিৎসায় প্রচুর খরচ হওয়ায় ফ্লোরিডার লডেরডালে নিজেদের বাড়ি ফেরার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করে অর্থ সংগ্রহের আবেদন করেন ক্লে–অ্যাকিমি। ৩৫০০০ মার্কিন ডলার অনুদান পেয়ে গত বুধবার জরুরি উড়ানে ফ্লোরিডা ফেরে চ্যাস্টেইন দম্পতি। সূত্র:‌ সিএনবিসি ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে