বুধবার, ৩১ জুলাই, ২০১৯, ১০:২৬:০০

রাখে আল্লাহ মারে কে; ৬ তলা থেকে পড়েও যেভাবে প্রাণে বাঁচল ছোট্ট শিশুটি!

রাখে আল্লাহ মারে কে; ৬ তলা থেকে পড়েও যেভাবে প্রাণে বাঁচল ছোট্ট শিশুটি!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি ভবনের ছয় তলার ব্যালকনিতে ঝুলে ছিল তিন বছরের এক শিশু। পথচারীরা শিশুটিকে ঝুলতে দেখে তাক বাঁচাতে চিৎকার শুরু করে। 

পরে সবাই জড়ো হয়ে ঝুলে থাকা শিশুর নিচে একটি কম্বল মেলে ধরেন। ঝুলে থাকা শিশুটি কিছুক্ষণের মধ্যে নিচে পড়ে যায়। তবে কম্বলের ওপরে পড়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তার। 

এমন ভ'য়ালো ঘটনা ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে। এ দৃশ্যটি কেউ মোবাইল ফোনে ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে তা নেট দুনিয়ায় ভা'ইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছয় তলার ব্যালকনিতে ঝু'লে আছে শিশুটি। সে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পা পিছলে যাওয়ায় সম্ভব হচ্ছে না।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, ছয় তলা থেকে পড়ে যাওয়া তিন বছরের ওই শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়েছে নিচে কম্বল নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজন।

ওই শিশুটিকে বাঁচাতে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ওই ভবনের নিরাপত্তা রক্ষী, বাসিন্দা ও স্বাস্থ্য কর্মীরাও ছিলেন। এক প্রতিবেশি শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শিশুটি কোনো ধরনের আঘাত পায়নি বলে জানান চিকিৎসক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে