শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৫:০২:৪৪

পাক-ভারত সমকামী যুগলের প্রেমের ছবিতে মাতাল নেট দুনিয়া

পাক-ভারত সমকামী যুগলের প্রেমের ছবিতে মাতাল নেট দুনিয়া

এক্সক্লুসিভ ডেস্ক : ভালোবাসা কোনও সীমান্ত মানে না। জাতপাত–ধর্মের ভেদাভেদ মানে না। মানে না কোনও লিঙ্গভেদও। দু’‌জন পুরুষ বা দু’‌জন মহিলা একে–অপরের প্রেমে পড়তে পারেন। ভারতেও এই স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। 

তবে এখনও চারপাশে এরকম কিছু দেখলে অনেকেই নাক শিঁটকোতে থাকেন। আর তাই হয়ত শুরুতেই নষ্ট হয়ে যায় এরকম ভালবাসাগুলো। না, আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা ভারতীয় হিন্দু বংশোদ্ভূত অঞ্জলি চক্র এবং পাকিস্তানি মুসলিম বংশোদ্ভূত সুন্দাস মালিকের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। 

কারণ কেউই বাঁকা চোখে তাদের দিকে তাকায়নি। আর তাই তো জিতে গিয়েছে তাদের ভালবাসা। সম্প্রতি প্রেমের এক বছরের পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একে–অপরকে শুভেচ্ছা জানিয়েছেন অঞ্জলি এবং সুন্দাস। আর তারপরই তাদের এই প্রেমের গল্প ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
 
সম্পর্কের এক বছর পূর্তিতে বিশেষ ফোটোশুটও করান তারা। তাতে প্রথাগত পোশাকেই দেখা গিয়েছে দু’জনকে। এক জনের পরনে ছিল শাড়ি আর অপরজন বেছে নিয়েছিলেন সবুজ রঙের লেহঙ্গা। বৃষ্টি ভেজা আবহাওয়ায় ছাতার নীচে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তারা। কখনও একে অপরের দিকে তাকিয়ে, তো কখনও আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে।

যে চিত্রগ্রাহক ছবিগুলি তোলেন, ‘আ নিউ ইয়র্ক লাভস্টোরি’ নামে তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করেন। পরে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিগুলি পোস্ট করেন অঞ্জলি এবং সুন্দাস। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেগুলি। যা দেখে দু’‌জনকে কুর্নিশ জানান নেটিজেনরা। 

ভবিষ্যতের জন্য শুভ কামনাও জানান অনেকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অঞ্জলি জানান, ‌গত বছর জুলাই মাস নাগাদ একে অপরের প্রেমে পড়েছিলেন। ধর্ম এবং কাঁটাতারের দূরত্ব তো ছিলই, কিন্তু তাদের সমকামী সম্পর্কের কথা জানাজানি হলে কী হবে, তা নিয়েও সর্বদা ভয় থাকত। 

ফাঁকা রাস্তায় হাত ধরে হাঁটলেও, অফিস বা চেনা লোকজনের সামনে সুন্দাসের হাত ছেড়ে দিতেন তিনি। কিন্তু ধীরে ধীরে সাহস সঞ্চয় করেন। পরিবার এবং আত্মীয় স্বজনের সঙ্গে ধীরে ধীরে একে অপরের পরিচয় করিয়ে দেন। আর ভবিষ্যতের দিনগুলিও একে অপরের সঙ্গে এ ভাবে কাটাতে চান তাঁরা।‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে