রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৩:৪৯

বেতন বাড়ান, নইলে মুসলমান হবো!

বেতন বাড়ান, নইলে মুসলমান হবো!

এক্সক্লুসিভ ডেস্ক : বেতন না বাড়ায় আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবেন বলে হুমকি দিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কাস্টুরবা গান্ধী বালিকা বিদ্যায়তনে (কেজিবিভি) স্থায়ী ও খণ্ডকালীন হিসেবে কাজ করেন অসংখ্য শিক্ষক। নিয়মিত শিক্ষাদানের কাজ করলেও দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় আন্দোলনে নেমেছেন তারা। তবে এতেও সাড়া না পাওয়া তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবেন বলে হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে আন্দোলনকারী কেজিবিভি পার্টটাইম টিটার্স এ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট সভাপতি দেশ দীপক ডুবেই টাইম অব ইন্ডিয়াকে বলেন, দাবি আদায়ের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নয়া দিল্লির যন্তরমন্তরের সামনে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যদি তারপরও দাবি পূরণ করা না হয় তবে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হব আমরা।

তিনি বলেনে, সরকার ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা করছে। আমরা হিন্দি, সংস্কৃত ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিযে থাকি। তারপরও আমাদের বেতন কম। অথচ উর্দু শিক্ষকদের বেতন বেশি।

বিক্ষুব্ধ শিক্ষকরা জানিয়েছেন, ২০১৪ সালে স্থায়ী ও খণ্ডকালীন হিসেবে কাজ করা শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। তবে সেটা শুধু উর্দু শিক্ষকদের ক্ষেত্রে। কিন্তু হিন্দি ও সংস্কৃত শিক্ষকদের ক্ষেত্রে তা করা হয়নি।

শিক্ষকদের এমন হুমকি দেয়ার পর রাজ্যের প্রজেক্ট ডিরেক্টর অব ইউপি এডুকেশন ফোর অল প্রোজেক্ট বোর্ডের প্রধান শীতল ভর্মার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু অসংখ্যবার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে