উটের গালে নববধূর চুমু, ভাঙল সংসার!
আন্তর্জাতিক ডেস্ক : উটের গালে নববধূর চুমু। শ্বাশুড়িমায়ের রোষানলে ঘর ভাঙল নবদম্পতির। শেষে অবশ্য মধুর মিলন হয়।
সদ্য-বিবাহিত মেয়েটি, কয়েক দিন হল শ্বশুরালয়ে এসেছে। তার মধ্যেই ঘটে গেল অঘটন। শ্বাশুড়িমায়ের কোপে পড়ে শেষমেষ স্বামীর ঘর ছেড়ে ফিরে যেতে হল পিতৃগৃহে। ঘটনাটি আমিররাতে।
এমন ঘটনা তো প্রায়শই চোখে পড়ে আমাদের চারপাশে। কখনও পণ, কখনও যৌতুক— কারণের শেষ নেই নববিবাহিতাকে অপমান করার। কিন্তু এ-ক্ষেত্রে কারণটা বড়ই আশ্চর্যজনক!
আরব রাজ্যে বাড়িতে বাড়িতে পোষ্য উট থাকবে, এ আর এমনকী কথা! এমনই এক বাড়ির সদ্য-বিবাহিত বধূটি একটি ছানা উটকে দেখে আহ্লাদে আটখানা হয়ে তাকে আদর করে। তাকে চুমু খাওয়ার সময় মেয়েটি খেয়ালই করেনি যে পেছনে তার শ্বাশুড়ি দাঁড়িয়ে। ঘটনাটি যাঁর মোটেই পছন্দ হয়নি।
তাই ছেলেকে এক প্রকার বাধ্য করেন নতুন বৌকে ‘তালাক’ দিতে। ধর্ম ও সামাজিক বিধি লঙ্খন করায় মা তাকে এই আদেশ দিয়েছেন বলে জানায় বেচারা বর। একটি সংবাদপত্রে ছেলেটি জানায়, মা তাকে ‘ত্যজ্য’ করার হুমকি দেওয়ায়, সে বাধ্য হয় স্ত্রীকে ত্যাগ করতে।
কিন্তু সদ্য বিয়ে করা বউটিকে মন থেকে সরিয়ে রাখতে পারেনি বেশি দিন। পরের দিন স্ত্রী তাকে সব কথা বুঝিয়ে বলে। এবং আরও একবার স্বামীর সঙ্গে ফিরে আসে। কিন্তু ছেলের মা আবারও তালাকের কথা বলায়, ছেলে বেঁকে বসে। আপাতত স্বামী-স্ত্রী সুখে সংসার করছে ছেলেটির শ্বশুরবাড়িতে।
২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�