এক্সক্লুসিভ ডেস্ক: এখন থেকে রাত ৯টার পর প্রেমিক প্রেমিকাকে এক সঙ্গে দেখলেই বিয়ে পড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার জেলা প্রশাসন। এমনই এক আইন পাশ হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এক্সপ্রেস নিউজ।
আইনে বলা হয়েছে, রাত ৯ টার পর যদি কোনো জুটিকে একসঙ্গে বাইরে দেখা যায় তবে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হবে। এছাড়াও নির্দেশে বলা হয়, রাত ৯টার পর কোনো অবিবাহিত তরুণ যদি কোনো বন্ধুর বাসায় গিয়ে ফিরে না আসে তবে দ্রুত তার বিয়ের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক দিয়াদি মালিদি এমন আইন পাশের আগে ২০০ ব্যক্তির একটি বৈঠকে এ বিষয়ে মতামত চান। সেখানে উপস্থিত সবাই বিনাপ্রশ্নে আইনটির বিষয়ে সম্মতি দেন। যে গ্রামে আইনটির বাস্তবায়ন হবে না সে গ্রাম থেকে সরকারি ভাতা বন্ধ করে দেয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর