এক ছাগলছানার আট পা, আল্লাহর কি সৃষ্টি!
এক্সক্লুসিভ ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলের একটি খামারে আট পায়ের একটি ছাগল ছানার জন্ম নিয়েছে। যোরান পেপেরিক্স নামক এক ব্যক্তির কুটজেভু খামারে এই ছাগল ছানাটি পুরুষ এবং মহিলা উভয়ের অঙ্গ নিয়ে জন্ম নেয়।
স্থানীয় ভেটেরিয়ান পেপেরিক্স এ সম্পর্কে বলেন যে, এই ছাগল ছানাটি বংশগত বৃদ্ধির অপরিপক্বতার কারণে এই ছানাটি আট পা নিয়ে জন্ম নিয়েছে। পেপেরিক্স তার এই ছাগল ছানাটির নাম দিয়েছেন সারকা। তিনি বলেন, সারকার জন্ম হওয়ার আগে তিনি ভেবেছিলেন দুটি স্বাস্থ্যবান ছানা জন্ম নেবে। তিনি বলেন, আমি পায়ের সংখ্যা গুণলাম কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না তাই আমি আমার প্রতিবেশীদের জানালাম যে আমি পাগল হয়ে যাইনি।
পেপেরিক্স বলেন, কেও কেও একে অক্টাগোট নামে ডেকে থাকে আবার কেও কেও বলে, মিরাকল অব ন্যাচার। মজার বিষয়টি হলো ছাগল ছানাটি এখনো বেঁচে আছে এবং সুস্থ আছে। কিন্তু স্থানীয় ভেটেরিয়ান মনে করেন এটি হয়তো টিকে থাকতে পারবে না। পেপেরিক্স এর নাম দিয়েছেন ডাবল ট্রাবল। পেপেরিক্স বলেন, চারটি পায়ের জায়গায় আটটি পা হওয়াতে তার আরো সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ভেটেরিয়ান বলেন, ভাগ্যবশত ছাগল ছানাটি বেঁচে রয়েছে। কিন্তু সে যদি এভাবে আরো এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। তবে সে অবশ্যই আরো দুই তিন বছর যাবত বেঁচে থাকতে পারবে। এই ছাগল ছানাটির প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ দুটি করে রয়েছে। ছাগল ছানাটি এখনো নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারছে না। তবে ভেটেরিয়ান বলেন, সে শরীরের বর্তমান অবস্থা কাঁটিয়ে উঠলেই দাঁড়াতে পারবে। সূত্রঃ ডেইলি মেইল
২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�