বিড়াল হলো শহরের মেয়র
এক্সক্লুসিভ ডেস্ক : রাশিয়ার বারনুয়েল শহরের অধিবাসীরা তাদের মেয়র নির্বাচনে মানুষের পরিবর্তে পছন্দ বিড়ালকে বেছে নিয়েছেন। সাইবেরিয়ার এই শহরটির বাসিন্দা সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ এবং শহরটির অবস্থান রাজধানী মস্কো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার পূর্বে।
আগামী সপ্তাহেই এই শহরের বাসিন্দারা মোট ছয়জন প্রার্থী থেকে তাদের পছন্দসই মেয়র নির্বাচিত করবেন। সেখানকার নির্বাচন প্রক্রিয়া হচ্ছে, অনেকদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে নির্বাচন চলে এবং সেই নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনিত করে চূড়ান্ত লড়াইয়ের জন্য পাঠানো হয় শহরের কাউন্সিল ভবনে।
তবে ওই শহরের এবারের মেয়র নির্বাচনের ঘটনা একদমই ব্যাতিক্রম। শহরের কাউন্সিল ভবনের ওয়েবসাইটে ওই নির্ধারিত ছয়জন প্রার্থীর পাশাপাশি বারসিককেও প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। বারসিক কিন্তু মানুষ নয়, একটি বিড়াল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো- জরিপে নগরবাসীর প্রায় নব্বই শতাংশ মেয়রের বারসিককে পছন্দ। অর্থাৎ যদি বারনুয়েলের নগরবাসীরা সত্যিই আগামী সপ্তাহে বারসিক নামের ওই বিড়ালটিকে ভোট দেয় তাহলে আগামীতে শহরের মহামান্য মেয়র হতে যাচ্ছেন বারসিক।
এই ঘটনা স্থানীয় পত্রিকাগুলোর পাশাপাশি রাশিয়ার জাতীয় দৈনিকগুলোতেও বেশ ফলাও করে ছাপানো হয়েছে। ফলে নড়েচড়ে বসেছেন দেশটির নগর প্রশাসন। দীর্ঘমেয়াদে দুর্নীতি আর অপশাসনের কারণে শহরবাসী মেয়র হিসেবে কোনো মানুষকে আর দেখতে চায় না।
মস্কোর নগর বিষয়ক দপ্তরের চিন্তার বিষয় এই যে, যদি বারনুয়েলের দেখানো পথে অন্যান্য শহরগুলোও হাটে তাহলে মেয়র কাঠামো নিয়ে নতুন করে ভাবতে হবে দেশটির নীতি নির্ধারকদের।
এবিষয়ে বারনুয়েলের আঞ্চলিক গর্ভনর আলেকজান্ডার কারলিন বলেন, ‘যদিও ছবিটা স্রেফ একটি বিড়ালের, কিন্তু আমাদের জনগণের ইচ্ছে অনুযায়ী বারনুয়েলে শহরের ভবিষ্যতের নগরপিতা হলেন বারসিক। আমাদেরকে অবশ্যই অধিবাসীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কারণ তাদের মতামতটাই চূড়ান্ত।’
২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�