রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৬:২৫

সেলফিতে ভূত!

সেলফিতে ভূত!

এক্সক্লুসিভ ডেস্ক : নানাজনের কাছে ভূত-পেত্নীর গল্প শোনা গেলেও ক’জনে সরাসরি দেখেছেন হলফ করে বলতে পারবেন না। অবশ্য একসময় বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে বেকায়দায় পড়লে অতিষ্ঠ হয়ে ভূতের গল্প না বলে পারতেন না। তবে এবার রাশিয়ার এক রমনীর তোলা নিজের সেলফিতে অন্যরকম একটার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রাশিয়ান বিজনেস ওম্যান ওলিসিয়া পোডারিটভ সম্প্রতি বিমান ভ্রমণের সময় বিমানে তার একটি সেলফি তোলেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন তিনি। এর পরই তার ছবিটিতে অন্যরকম কিছু একটার উপস্থিতি দেখা যায় বলে নানা মন্তব্য আসতে থাকে। এতে মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়ে যায় তার ছবিটি। ওলিসিয়া পোডারটিডভ বলেন, আমি ছবিটি আমার সোশ্যাল সাইটে পোস্ট করি এবং এরপর অনেকেই উদ্ভট মন্তব্য ও প্রশ্ন করতে শুরু করেন। এতে আমি বুঝতে পারি সেলফির ছবিটিতে নিশ্চয়ই কোনো একটা কিছুর উপস্থিতি রয়েছে।’ তার তোলা সেলফিটিতে দেখা গেছে, অদৃশ্য কোনো একটার উপস্থিতি। কারো মতে, বিমানে ওলিসিয়ার সেলফিতে ধরা পড়া আসলে ভূতের উপস্থিতি। আবার কারো মতে, অ্যালিয়েনের উপস্থিতি। তবে বেশির ভাগের মন্তব্য, অ্যালিয়েনের ভূতের উপস্থিতি! অবশ্য অ্যালিয়েন বিশেষজ্ঞরা অ্যালিয়েনের ভূতের ছবি মানতে নারাজ। অনলাইনে অনেকেই ভূতের উপস্থিতির ছবিটি দেখেছে বলে মন্তব্য করছেন। এদিকে সেলফিতে ভূতের উপস্থিতি এটিই প্রথম নয়, এর আগেও গত বছর লন্ডনের দুই তরুণী ভিক্টোরিয়া এবং কায়লে অ্যাকিনসন এক রাতে বারে গিয়ে পানীয় পানের পর দুজনে সেলফি তোলেন। পরে ছবিতে তারা তাদের পেছনে আরো এক বয়স্কা মহিলা ভূতকে দেখতে পান, যার পোশাক ঠিক ভিক্টোরিয়ার মতো। ভিক্টোরিয়া বলেন, স্ন্যাপচ্যাটে সেলফিটি আপলোড করার পর অ্যাকিনসন রাতে ফোনে আমার আপলোড করা সেলফিটিতে আমার পোশাকেই আরেকজনের উপস্থিতির কথা বলে, যা শুনে হেসে উড়িয়ে দিলেও পরে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে, খুবই ভয়ঙ্কর। পরে ভয়ে আমি সেলফিটা সরিয়ে ফেলেছি। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে