রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৪:০৪

বন্ধ ঘরে মৃত কন্যাকে নিয়ে তিন দিন কাটালেন বৃদ্ধ মা

বন্ধ ঘরে মৃত কন্যাকে নিয়ে তিন দিন কাটালেন বৃদ্ধ মা

এক্সক্লুসিভ ডেস্ক: তালা বদ্ধ ঘরে একমাত্র কন্যার মৃতদেহ বুকে নিয়ে তিন দিন কাটিয়েছেন এক বৃদ্ধ মা। অথচ আশপাশের কেউ টেরই পাননি। শেষপর্যন্ত শনিবার দুপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার মেয়ে মাম্পি নাথের পচাগলা লাশ। এলাকার বাসিন্দারা জানান, এদিন সকালে দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় বহুতলের অন্য বাসিন্দাদের। প্রতিবেশী আনন্দ ভট্টাচার্য বলেন, বৃদ্ধাকে তাঁর মেয়ের কথা জিজ্ঞাসা করা হয়। তিনি জানান, তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু আমাদের সন্দেহ আরও বেড়ে যায়। জোর করেই ওঁর হাত থেকে চাবি নিয়ে দরজা খোলা হয়। দেখা যায়, ঘরের মেঝেতে তাঁর মেয়ের লাশ পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত তিনদিন আগেই মৃত্যু হয়েছে মাম্পির। এর আগে কয়েকবার ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছেন তদন্তকারীরা। মৃত্যুর কারণ জানতে লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন ঘটনাস্থলে যান লালবাজারের ‘হোমিসাইড’ শাখার অফিসারেরা। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, এটি কোনও খুনের ঘটনা নয়। পাড়ার এক দোকানমালিক বলেন, পাঁচ মাস আগে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে বৃদ্ধার ফ্ল্যাটে গিয়েছিলাম আমরা। গিয়ে দেখি, ঘরে কিছু কাগজপত্র পুড়িয়ে তার সামনে বসে আছেন বৃদ্ধা। চারদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। খাটের নীচে বিবস্ত্র অবস্থায় শুয়ে রয়েছেন তাঁর মেয়ে। আমরা খবর দেওয়ায় তখনও পুলিশ গিয়েছিল ওই ফ্ল্যাটে। পুলিশ সূত্রের খবর, এদিন নারীকে কিছু জিজ্ঞাসাবাদ করতে গেলে অস্বাভাবিক আচরণ করেন তিনি। ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন বলেই অনুমান পুলিশের। তাঁকে এদিন বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ২০০৫ সালে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন মা-মেয়ে। তবে এলাকার কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না তাঁরা। সূত্র: এবেলা ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে