রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩১:২০

প্রেম টিকিয়ে রাখার ৫ কৌশল

প্রেম টিকিয়ে রাখার ৫ কৌশল

এক্সক্লুসিভ ডেস্ক: সময় বদলে গেছে। এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিংবা মোবাইলেই যেমন ঝপ করে প্রেম হয়ে যায়, তেমনই ব্রেক আপও হয়ে যায়। প্রেম প্রকাশের পদ্ধতি বদলেছে, কিন্তু প্রেমের সংজ্ঞাটা তো একই আছে। আছে সম্পর্কের সেই হাজারো জটিলতা। বোঝাপড়া এক তরফা হয় না, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ত্বটা দুজনেরই। কিছুটা আপনি এগিয়ে আসুন, কিছুটা আপনার সঙ্গি। তাই এখনই জেনে নিন আপনার প্রিয় মানুষটির সঙ্গে প্রেম টিকিয়ে রাখার ৫টি কার্যকরি টিপস। ১) ‘আমি’ নয়, ‘আমরা’ বলতে শিখুন- প্রত্যেক সম্পর্কই আসলে পারস্পরিক বিশ্বাস আর বোঝাপড়া এবং সহয়তার উপর নির্ভরশীল। সম্পর্কে জাড়নোর পর আর কিন্তু আপনি একা থাকেন না। তাই দুজনে মিলে এমন একটা ইউনিট তৈরি করতে হয়, যার অবিচ্ছেদ্দ্য অংশ শুধু আপনারা দুজন। তাই দুজন মিলে ‘আমরা’ আইডেন্টি যত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন, সম্পর্কের ভিত ততই মজবুত হবে। ২) জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন- প্রিয়জনের সঙ্গে যতটা সম্ভব সময় কাটান। কথায় কথায় ফিরে যান স্কুল কলেজের দিনগুলোতে। তিক্ত হোক বা মধুর, পুরনো কোনও বিশেষ ঘটনা, লুকিয়ে রাখলে কিন্তু জটিলতা বাড়তে পারে। ৩) প্রশ্ন করুন, ঝগড়া নয়- বেশ কিছু দিন আপনার পার্টনার সম্পর্কে কোনও প্রশ্ন মনে উঁকি মারছে, কিন্তু কিন্তু করে প্রশ্নটা করে উঠতে পারছেন না। এদিকে নিজের মনে এক গাদা জল্পনা চালিয়ে যাচ্ছেন। তাহলে সতর্ক হোন। কোনও কিছু মনে চেপে রেখে অকারণ জটিলতা তৈরি করবেন না। জেনে রাখবেন, ঠাণ্ডা মাথায় স্বাস্থ্যকর আলোচনায় বেশির ভাগ সমস্যার সমাধান হয়। ৪) চোখে চোখ রেখে কথা বলুন- যখন আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলবেন, তখন এদিক ওদিক তাকাবেন না। মনে রাখবেন চোখের কিন্তু নিজস্ব ভাষা আছে। চোখ অনেক অনুভূতির আদান প্রদান করে। চোখের ভাষা পড়তে শিখলে ভালবাসা গাঢ় হয়। ৫) হাসুন এবং হাসান- হাসতে থাকুন। হাসাতেও কার্পণ্য করবেন না। খেয়াল রাখুন, আপনাদের এক সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন আনন্দময় থাকে। ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে