শনিবার, ৩১ আগস্ট, ২০১৯, ১২:৪৪:৩১

কম দামে নয়া ইলেকট্রিক স্কুটি বাইক বাজারে নিয়ে এলো হিরো

কম দামে নয়া ইলেকট্রিক স্কুটি বাইক বাজারে নিয়ে এলো হিরো

আন্তর্জাতিক ডেস্ক : ইলেকট্রিক স্কুটারের বাজারে চলছে জোর প্রতিযোগিতা। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বাইক কোম্পানিগুলি নিয়ে আসছে একের পর এক ইলেকট্রিক বাইক এবং স্কুটার। এ বার কম দামে হিরো ইলেকট্রিক নিয়ে এলো তাদের নয়া ড্যাশ ই-স্কুটার। 

হিরো কোম্পানির বাকি কম স্পিড সিরিজের দু'চাকাগুলির মধ্যে অন্যতম এই স্কুটারের দাম রাখা হয়েছে মাত্র ৬২ হাজার টাকা। এই নয়া ই-স্কুটারে থাকছে ৪৮ ভোল্ট ২৮ এএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি। সিঙ্গল চার্জেই প্রায় ৬০ কিলোমিটার অবধি চলবে এই ই-স্কুটার। 

ব্যাটারির দিক থেকে অলটারনেটিভ হিসাবে লিড-অ্যাসিডের ব্যাটারির ড্যাশ স্কুটারের দাম রাখা হয়েছে ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে থাকছে এলইডি হেড ল্যাম্প, ইউএসবি চার্জিং পয়েন্ট, টিউবলেস টায়ার, রিমোট বুট ওপেনিং-এর মতো ফিচার।

ডিজাইনের দিক থেকে দেখতে গেলে হিরো ড্যাশে থাকছে টুইন হেডল্যাম্পস, অ্যাঙ্গুলার বডি প্যানেল এবং ডুয়াল-টোনের পেইন্ট স্কিম। লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত এই স্কুটারে ব্যাটারি রিপ্লেসমেন্টের সঙ্গে থাকছে তিন বছরের ওয়ার‌্যান্টি।

২০১৪ সালে হিরো মোটোকর্প, মায়েস্ত্রো এজ স্কুটার হিসাবে ড্যাশ কনসেপ্টটি তুলে ধরেন। কিন্তু বর্তমানে এই সংস্থা ইলেকট্রিক স্কুটার হিসাবে হিরো ড্যাশকে বাজারে নিয়ে আসে। এ বার দেখার বিষয়, হিরো ইলেকট্রিকের এই ই-স্কুটার গ্রাহকদের মধ্যে কতটা আগ্রহ সৃষ্টি করতে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে