সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:৫১:২৫

৩৫ ডলারে ড্রোন!

৩৫ ডলারে ড্রোন!

এক্সক্লুসিভ ডেস্ক : যা ধারণা করছেন তা কিন্তু নয়, এটি একটি ক্যামেরা ড্রোন। হাতের মুঠিতেই আটবে ক্যামরা সংবলিত ড্রোনটি। চেয়ারসন সিএক্স-১০সি ন্যানো ড্রোনটিকে বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা ড্রোন বলা হয়। এটি কিনতে ব্যয় করতে হবে ৩৪ ডলার ৯৯ সেন্ট। খবর : দ্য নেক্সট ওয়েব যুগের সাথে পাল্টে যাচ্ছে সবকিছু। নিত্যনতুন আবিষ্কার হচ্ছে। এক সময় যুদ্ধবিমান হিসেবে কাজ করা এ ড্রোন এখন ব্যবহার হচ্ছে পণ্য সরবরাহ, ছবি ধারণসহ বিভিন্ন কাজে। চীনা প্রতিষ্ঠান চেয়ারসন নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির ক্যামরা ড্রোন সিএক্স-১০সি ন্যানো। এতে ক্রিসটাল ক্লিয়ার ভিডিও ও স্থিরচিত্র ধারণ সম্ভব। ড্রোনটিতে রয়েছে ২ গিগাবাইটের মাইক্রো এসডি কার্ড ব্যবহারের ব্যবস্থা। এতে ধারণকৃত ভিডিও ও স্থির চিত্র সংরক্ষিত থাকবে। বিল্ট ইন এলইডি লাইটের কারণে ড্রোনটিকে রাতেও ব্যবহার করা যাবে। যেকোনো ছোট জায়গায় ব্যবহার করা যাবে এটি। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে