শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৩:২৮

উচ্চ শব্দে হর্ন বাজানোর বিরুদ্ধে বাংলাদেশি এক যুবকের নিঃশব্দ লড়াই

উচ্চ শব্দে হর্ন বাজানোর বিরুদ্ধে বাংলাদেশি এক যুবকের নিঃশব্দ লড়াই

বাংলাদেশি যুবক মমিনুর রহমান রয়েল আক্ষরিকভাবেই ঢাকার ব্যস্ত গাড়ির সারি থামিয়ে দিচ্ছেন। এই ৩৬ বছর বয়সী ব্যক্তি অপ্রয়োজনীয় হর্ন বাজানোর বিরুদ্ধে একক ক্রুসেডে নেমেছেন। তিনি বিশ্বের সবচেয়ে কোলাহলমুখর শহরে এই লড়াই শুরু করেছেন, যেখানে ট্র্যাফিকের আওয়াজ একটি রক কনসার্টের চেয়েও অনেক বেশি। -ডেইলি মেইল

ছুটির দিনগুলোতে সে তার বাড়ির কাছের এক ব্যস্ত মোড়ে হাতে এক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। এই প্ল্যাকার্ডে লেখা থাকে, ‘হর্ন হুদাই, বাজায় ভুদাই।’ জোরে আওয়াজরত বাস, কার আর ট্রাককে পাশে রেখে রয়েলে এএফপিকে বলে, ‘এই অনাচারের বিরুদ্ধে এটি আমার নিঃশব্দ প্রতিবাদ। আমি শুধু জনগনের কাছে এই তথ্য তুলে দেয়ার চেষ্টা করি।’ 

এই গ্রাফিক ডিজাইনার জানান, ৪ বছর আগে এই আন্দোলন শুরু করার পর থেকে তিনি তুমুল জনসমর্থন পেয়ে আসছেন। তিনি বলেন, ‘মানুষ নিজের বাড়িতে ফেরার সময় আমার পাশে দাঁড়ায়। কেউ কেউ আমার হাত থেকে প্ল্যাকার্ড নিয়ে এই নিরব প্রতিবাদে সামিল হয়। এটা অবশ্যই ইতিবাচক পরিবর্তনের লক্ষণ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে