বুধবার, ০২ অক্টোবর, ২০১৯, ০৭:২৩:২১

প্যারাগ্লাইডিংয়ে ভ'য়ঙ্ক'র অভিজ্ঞতা! দড়ি ছিঁড়ে আকাশ থেকে সোজা গিয়ে পড়লেন..

প্যারাগ্লাইডিংয়ে ভ'য়ঙ্ক'র অভিজ্ঞতা! দড়ি ছিঁড়ে আকাশ থেকে সোজা গিয়ে পড়লেন..

আন্তর্জাতিক ডেস্ক : আকাশ থেকে সোজা সমুদ্রে গিয়ে পড়লেন। প্রথমবার প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন ডেনমার্কের এক মহিলা। আকাশে উঠে মোবাইলের ক্যামেরাতেই রেকর্ড করছিলেন নিজেদের ও চারপাশের দৃশ্য। 

সেখানেই ধরা পড়ল আকাশ থেকে সমুদ্রের পানিতে পড়ে যাওয়ার দৃশ্য। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় ভিডিয়োটি। আগে কোনও দিন প্যারাগ্লাইডিং করেননি। তাই তুরস্কে গিয়ে সেই সখ মিটিয়ে নিতে চেয়েছিলে ডেনমার্কের এই মহিলা। 

তুরস্কের অ্যালানিয়ে শহরে সব নিয়ম মেনে প্যারাগ্লাইডিংয়ের জন্য তৈরি হন তিনি। নিয়ম মতো তার সঙ্গে একজন পাইলট ওঠেন। দু'জনকেই ফিতে দিয়ে আসনের সঙ্গে বাঁধা হয়। নিরাপত্তার খাতিরে আর যা যা করার সবই করেন তারা।

এবার আকাশে ওড়ার পালা। আকাশে উঠে প্যারাগ্লাইডিংয়ের পাইলট সেলফি স্টিক নিয়ে ভিডিও তুলতে থাকেন। প্রথমবার প্যারাগ্লাইডিংয়ে উঠে বেশ মজাও পাচ্ছিলেন ওই মহিলা। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ প্যারাশুটের মূল দড়িটি ছিঁড়ে যায়। ফলে মূল প্যারাশুটটি খোলেনি। তাই তাদের পরিকল্পনামাফিক ল্যান্ডিং সম্ভব হয়নি। সমুদ্রেই আপত্‍কালীন অবতরণ করতে হয় তাদের।

আপত্‍কালীন অবতরণের সময়ও তাদের মোবাইলের ক্যামেরা অন ছিল। এমনকি পানিতে পড়ে যাওয়ার পরও ক্যামেরা চলছিল। সেখানে দেখায় যায়, সাঁতার কাটছেন দু'জনে। এই ভয়াবহ ঘটনার পরেও মহিলা বিশেষ বিচলিত হননি বলে জানিয়েছে সংবাদ সংস্থা। সূত্র : সংবাদ সংস্থা রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে