মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৪:১৩

ডিভোর্সে যাওয়ার আগে যে ৬টি প্রশ্ন করবেন নিজেকে

ডিভোর্সে যাওয়ার আগে যে ৬টি প্রশ্ন করবেন নিজেকে

এক্সক্লুসিভ ডেস্ক : বিবাহবিচ্ছেদ কেন হয়? সে প্রশ্নের অতলে ডুব দিলে নির্দিষ্ট কোনও উত্তর পাওয়া মুশকিল। তবে একটি সিদ্ধান্তে অন্তত আসা যায়। কিন্তু সে-ও বড় জেনেরিক। দূরত্ব। কিন্তু কেন সেই দূরত্ব? কখনো কি ভেবে দেখেছেন? হুট করে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একটু ভেবে দেখা উচিত নয় কি? এমন পরামর্শ কিন্তু সকলেই দেন। কিন্তু কী ভাববেন? কোন দিকগুলি খতিয়ে দেখা উচিত? তেমনই কিছু প্রশ্ন রইল। ১। আপনাদের দু’জনের মধ্যে সমস্যার দায় সন্তান কেন নেবে? সন্তান থাকলে সর্বাগ্রে এই প্রশ্নটি নিজেদের করুন। মনে রাখবেন, পৃথিবীতে যাকে এনেছেন, তাকে ভাল রাখার দায়িত্ব আপনাদেরই। ২। যাঁকে সঙ্গী বা সঙ্গিনী করেছেন, তার সঙ্গে চিরবিচ্ছেদ চাইছেন? না, তার সঙ্গে আরও ভালভাবে থাকতে চাইছেন, কিন্তু কোনও কারণে পারছেন না? এই প্রশ্নটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। ৩। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে টানাপোড়েন স্বাভাবিক। কিন্তু সহ্যই যদি না-করলেন, তাহলে ভালবাসার মূল্য রইল কি? এই প্রশ্নটা করুন নিজেদের। ৪। সমস্যা হলে অন্যজনের উপরে দোষ চাপানোর আগে নিজের ভূমিকা খতিয়ে দেখেছেন কি? নিজে ঠিক ছিলেন? ভেবে দেখুন। মনে রাখুন, কেউই নিখুঁত নন। ৫। মনে রাখুন, শরীর আর মন সম্পৃক্ত না-হলে কিন্তু বৈবাহিক জীবনের সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন না। প্রশ্ন করুন, মন বাদ দিয়ে কোনওভাবে কি শরীরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন? ৬। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঙ্গী বা সঙ্গিনীকে এখনও ভালবাসেন কি না, সেটা আপনাকেই ভেবে দেখতে হবে। এমন না হয়, বিচ্ছেদের পরে বিরহে আপনিই ভেসে গেলেন খড়কুটোর মতো। ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে