মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৫:৪২

মানসিকভাবে শক্ত মানুষেরা যা করেন, যা করেন না

মানসিকভাবে শক্ত মানুষেরা যা করেন, যা করেন না

এক্সক্লুসিভ ডেস্ক : মানসিকভাবে শক্ত মানুষরা কখনোই ভেঙ্গে পড়েন না। তার যে কোনো পরিস্থিতিতে নিজেদের আবেগ-অনুভূতি, চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন। আর তারা অনেক কিছু আছেন, যা করেন না। নিজেদের জন্য দুঃখ করে সময় নষ্ট করেন না : মানসিকভাবে শক্ত মানুষেরা বসে বসে ভাবেন না, আমার পরিস্থিতি কতটা খারাপ অথবা অন্যান্যরা আমার সঙ্গে কী রকম ব্যবহার করেছে। তারা নিজেদের জীবনের দায়িত্ব নিজেরাই নেন। তারা বোঝেন যে, জীবন সব সময় সহজ কিংবা ন্যায্য হয় না। অপরের হাতের পুতুল হয়ে পড়েন না : মানসিকভাবে শক্ত মানুষেরা বলেন না, ‘বস’ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে আমার মন খারাপ। তারা নিজেদের আবেগ-অনুভূতি নিজের বশে রাখতে পারেন৷ কাজেই তাঁরা নিজেদের প্রতিক্রিয়া নিজেরাই নির্ধারণ করতে পারেন। পরিবর্তনে ভয় পান না : মানসিকভাবে শক্ত মানুষেরা সবরকম পরিবর্তন এড়ানোর চেষ্টা করেন না। বরং তারা ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানান৷ তারা নিজেরাও নমনীয় হতে প্রস্তুত৷ তারা জানেন যে, পরিবর্তন আসবেই এবং সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাঁদের আছে। যা নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে মাথা ঘামান না : মানসিকভাবে শক্ত মানুষেরা বিমানযাত্রায় লাগেজ হারানো কিংবা রাস্তায় ট্র্যাফিক জ্যাম নিয়ে অনুযোগ করেন না। বরং তারা জানেন যে, যে বস্তুটি তারা সত্যিই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেটা হলো তাদের নিজেদের মনোভাব। অন্যদের খুশি রাখা নিয়ে চিন্তিত নন : মানসিকভাবে শক্ত মানুষেরা জানেন যে, সকলকে খুশি করা সম্ভব নয়। কাজেই তারা ‘না’ বলতে কিংবা নিজের মত প্রকাশ করতে ভয় পান না। তারা সদয় থাকার এবং ন্যায়বিচার করার চেষ্টা করেন, কিন্তু অন্য লোকেরা অখুশি হলে সে পরিস্থিতিও সামাল দিতে জানেন। পরিকল্পিতভাবে ঝুঁকি নিতে ভয় পান না : তবে তারা না-ভেবে-চিন্তে নির্বোধের মতো ঝুঁকি নেন না। মানসিকভাবে শক্ত মানুষেরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক তলিয়ে দেখেন। কোনো কিছু করার আগেই তারা জানেন, তার ফলশ্রুতি কী হতে পারে। অতীত নিয়ে পড়ে থাকেন না : মানসিকভাবে শক্ত মানুষেরা শুধু এই ভেবে সময় নষ্ট করেন না, অতীতে কী হয়েছে, বা অন্যরকম হলে কেমন হতো। তারা অতীতকে মেনে নিয়ে দেখেন, অতীত থেকে কী শেখা যায়। কিন্তু তারা অতীতের জয়পরাজয় নিয়ে দিবাস্বপ্ন বা দুঃস্বপ্ন দেখেন না। বরং তারা বর্তমানে বেঁচে থাকেন আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন। একই ভুল বার বার করেন না : মানসিকভাবে শক্ত মানুষেরা নিজেদের কৃতকর্মের পূর্ণ দায়িত্ব নেন। ফলে তারা বার বার একই ভুল করেন না। বরং তারা এগিয়ে যান, ভবিষ্যতের জন্য আরো ভালো সিদ্ধান্ত নেন। অন্যের সাফল্যে ঈর্ষা বোধ করেন না : মানসিকভাবে শক্ত মানুষেরা পরের সাফল্যেও খুশি হতে জানেন। অন্যের ভালো হলে তাদের হিংসে হয় না। বরং তারা জানেন, সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হয়। তারা নিজেরাও সেভাবে পরিশ্রম করতে রাজি। একবারের চেষ্টাতেই হাল ছাড়েন না : একবার পারলেন না বলেই যে আর কোনোদিন পারবেন না, এমনটা ভাবেন না তারা। মানসিকভাবে শক্ত মানুষেরা অসাফল্যকে ব্যবহার করেন ভবিষ্যৎ সাফল্যের সোপান হিসেবে। যতদিন না পারছেন, চেষ্টা চালিয়ে যান তারা। একা থাকতে ভয় পান না : মানসিকভাবে শক্ত মানুষেরা একা থাকতে ভয় পান না। নিঃশব্দতাতেও তাদের কোনো শঙ্কা নেই। তারা নিজেদের ভাবনাচিন্তা নিয়ে একলা থাকতে পারেন, এমনকি সেই সময়টুকুর সদ্ব্যবহার করতে পারেন। তারা নিজেদের সঙ্গ নিয়েই খুশি, সবসময় অপরাপর সঙ্গী কিংবা মনোরঞ্জনের কোনো প্রয়োজন নেই তাদের৷ একা থেকেও হাসি-খুশি থাকেন তারা। দুনিয়া কি দিল না দিল, তা নিয়ে দুঃখী নন : তাদের যে দুনিয়ার কাছ থেকে কিছু পাওনা আছে, এমনটা ভাবেন না মানসিকভাবে শক্ত মানুষেরা। অন্যেরা যে তাদের জন্য কিছু করবে, সে প্রত্যাশাও নেই তাদের। বরং তারা নিজেদের ক্ষমতা ও সুযোগ অনুযায়ী কাজ করে যান। হাতে হাতে সাফল্য আশা করেন না : ফিটনেস কিংবা বিজনেস, কোনোক্ষেত্রেই চটজলদি সাফল্য প্রত্যাশা করেন না মানসিকভাবে শক্ত মানুষেরা। বরং তারা তাদের সময় ও কর্মক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করেন। তারা জানেন যে, বাস্তবিক পরিবর্তন আসতে সময় লাগ।-ডয়েচভেলে ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে