বাড়ির ছাদে অভিনব পানির ট্যাংক!
এক্সক্লুসিভ ডেস্ক : বাড়ির ছাদে অভিনব পানির ট্যাংক, যা দেখতে অভিনব বিমান। দেখলে মনে হবে যুদ্ধক্ষেত্রের বিমান। যেন শত্রুর মোকাবেলায় সরকার বাড়ির ছাদে ছাদে বিমান মোতায়েন রেখেছে।
কিন্তু ঘটনা আসলে তা নয়। বাড়ির সৌন্দর্যের জন্যই বাড়ির মালিক পানির ট্যাংকি বিমান আকারে তৈরি করে রেখেছেন। এমন ঘটনা ভারতের পাঞ্জাবে।
পাঞ্জাবে অনেক ধনী বাড়ির মালিক তাদের বাড়ির ছাদে বিমানের মত বসাচ্ছেন অভিনব পানির ট্যাংক। আছে ট্র্যাক্টর, বিশাল আকারের ফুল। তবে নতুন করে যে কেউ এটি দেখলে আতঙ্কে উঠবে।
২২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�