শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ০২:৩৪:৩৯

ভিখারিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৩৭ লক্ষ টাকা!

ভিখারিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৩৭ লক্ষ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক: হাসপাতালের সামনে বলে দিনরাত ভিক্ষে করেন। সেই মহিলারই ব্যাংক ব্যালান্স জানলে ভিরমি খাবেন। ভিরমি খেয়েছিলেন ব্যাংকের কর্মীরাও। নিজের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে ব্যাংকে গিয়েছিলেন ওই মহিলা। কিন্তু তিনি ট্রান্সফারের জন্য চেকে যে অংকটি লিখলেন, সেই পরিমাণ টাকাই ছিল না ব্যাংকে। হতবাক হয়ে যান কর্মীরা। ভা'ইরাল হয়ে যায় সেই চেক।

লেবাননের বাসিন্দা ওয়াফা মহম্মদ আওয়াদ। সিডন শহরের এক বড় হাসপাতালের দরজার সামনে বলে সারাদিন ভিক্ষে করেন। এক নার্স জানালেন, গত ১০ বছর ধরে একইভাবে হাসপাতালের প্রবেশদ্বারে বসে ভিক্ষে করছেন ওই মহিলা। তাঁকে ভিখারিণী হিসেবেই চেনেন এলাকার মানুষ।

জানা গিয়েছে, ওই ভিখারিণীর ব্যংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে, ভারতীয় অর্থে তার পরিমাণ ৬ কোটি ৩৭ লক্ষ টাকা। কী, ভিরমি খেলেন তো! -এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে