শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ১০:৫৪:০৫

নওগাঁয় কলাবাগানের মাটি ফুঁড়ে অনবরত পানি বেরুচ্ছে!

নওগাঁয় কলাবাগানের মাটি ফুঁড়ে অনবরত পানি বেরুচ্ছে!

এক্সক্লুসিভ ডেস্ক: কয়েকদিন পরপরই বাংলাদেশের নানা জায়গায় অলৌকিক ক্ষমতাসম্পন্ন পানি বা মাটির সন্ধান পাওয়া যায়। এবার এমন একটি ঘটনা শোনা গিয়েছে নওগাঁয়। সেখানে একটি কলাবাগানের মাটি ফুঁড়ে অনবরত পানি বেরুচ্ছে। এক নারী কলাগাছের পাতা কাটতে গিয়ে ঘটনাটি প্রথম দেখেন। এখন অনেকেই এই পানির ফোয়ারাকে অলৌকিক বলে ভাবছেন। নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

নওগাঁ সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মিজানুর রহমান বলেন, শিলার মধ্যে দুটো স্তর থাকে। একটি হচ্ছে- প্রবেশ্য শিলাস্তর এবং অপরটি হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য শিলাস্তর দিয়ে পানি ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু অপ্রবেশ্য শিলাস্তর দিয়ে পানি ভেতরে প্রবেশ করতে পারে না।

তিনি আরও বলেন, যখন কোনো পানির উৎসের পাশ দিয়ে দুটো অপ্রবেশ্য শিলা থাকে, তখন সেটির মাঝ দিয়ে পানি না গিয়ে ওপরের দিকে উঠে আসে। এটিকে ভূগোলের ভাষায় বলে ‘আরকেটেজিও কুপ’। এই কূপ প্রাকৃতিকভাবে তৈরি হয়।

স্থানীয় জাহিদ হাসান ও শামসুর রহমান বলেন, গত ৫-৬ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ ভিড় করছেন পানির উৎস দেখার জন্য। বেশিরভাগ মানুষ হাতে বোতল নিয়ে অপেক্ষা করছেন পানি সংগ্রহ করতে। পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছেন নিজেদের মনোবাসনা পূরণ করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে