বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১০:০৮:২৩

একই ছাদের নিচে তিন ধর্মের অনুসারীরা কেমন আছেন?

একই ছাদের নিচে তিন ধর্মের অনুসারীরা কেমন আছেন?

এক্সক্লুসিভ ডেস্ক : তিন ধর্মের অনুসারীরা মিলিত হয়ে একই ছাদের নিচে করতে যাচ্ছেন স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠান। জার্মানির বার্লিনে এমন একটি ভবন প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে যেখানে এক ছাদের নীচে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদিদের প্রার্থনার জন্য আলাদা অংশ বরাদ্দ থাকবে। ‘হাউজ অফ ওয়ান’ নামের এই ভবনে থাকবে অন্য আরেকটি অংশ, যেখানে তিন ধর্মের অনুসারীরা একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন। লক্ষ্য এক! প্রোটেস্ট্যান্ট যাজক গ্রেগর হোব্যার্গ, রাব্বি টোফিয়া বেন-চোরিন ও ইমাম কাদির সানচির যৌথ উদ্যোগে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে সানচি বলেন, ‘‘তিন ধর্মের চলার পথ আলাদা হলেও লক্ষ্য একই।’’ মানবিক দৃষ্টিকোণ থেকে তিন ধর্মের মধ্যে সম্পর্ক গড়ে তোলা এর অন্যতম একটি উদ্দেশ্য। গির্জার স্থানে বার্লিনের যে স্থানে ভবনটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেখানে আগে ছিল একটি গির্জা। শীতল যুদ্ধের সময় সেটি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে জায়গাটি খালি পড়ে ছিল। শুরুতে মুসলিমদের আগ্রহ ছিল না প্রকল্পের শুরুতে কোনো মুসলিম সম্প্রদায় এর সঙ্গে জড়িত হতে আগ্রহী ছিল না। পরে ‘ফোরাম ফর ইনটেলেকচুয়াল ডায়ালগ’ নামের তুর্কিভাষী সুন্নি মুসলিমদের একটি সংগঠন এর সঙ্গে যুক্ত হয়। খ্রিষ্টান ও ইহুদিদের সমালোচনা জার্মানির ক্যাথলিক সম্প্রদায়ের নেতা মার্টিন মোসেবাখ বলেন, ভবনটির নকশায় ‘পবিত্র’ বিষয়টি নেই। নকশাটি দেখে ‘ফেরাউনের কবর’-এর মতো আকারহীন মনে হয়। ইহুদিদের একটি অংশও এই পরিকল্পনার সমালোচনা করেছে বলে জানা যায়। তহবিল সংগ্রহ ভবনটি তৈরি করতে ৪৩ মিলিয়ন ইউরো প্রয়োজন। ক্রাউডফান্ডিং-এর মাধ্যমে সেই টাকা তোলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ১ মিলিয়ন ইউরো সংগ্রহ করা গেছে। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে