এক্সক্লুসিভ ডেস্ক : পৃধিবীতে কতই না আজব প্রাণী রয়েছে। হাজার হাজার প্রজাতির প্রাণীদের মধ্যে তেমনই আজব প্রাণী রয়েছে ব্রাজিলে। যারা শুধুমাত্র চোখের জল খেয়ে বেঁচে থাকে।
চোখের কোণায় জল দেখলেই তাদের তৃষ্ণা আরও বেড়ে যায়। প্রধানত ব্রাজিল, ফ্লোরিডিয়া জুলিয়া প্রজাপতিরা (Dryas iulia) কচ্ছপ, কুমীরের চোখের জল পান করে। আমা লা ভিদা ও জেফ ক্রিমার জুলিয়া প্রজাপতির কিছু অসাধরণ দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
কচ্ছপ, কুমীরের চোখের জলে থাকে বিশেষ পুষ্টি যা জুলিয়া প্রজাপতিদের জীবনধারনে খুবই মূল্যবান। তাদের চোখের জলে থাকে সোডিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ। প্রজাপতিদের ডিম উৎপাদনে বিশেষ সাহায্য করে থাকে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে