এক্সক্লুসিভ ডেস্ক : সাম্প্রতিক তরুণ সামাজের মাঝে এক অদ্ভুত বাজে অভ্যাস লক্ষ্য করা যাচ্ছে। সবাই তার ফেসবুক-টুইটার আইডিটাকে ভরে দিচ্ছে সেলফিতে। আরও লক্ষ্য করা যাচ্ছে ব্যবহারকারীদের মাঝে এক ধরনের প্রতিযোগীতা কাজ করছে কে কার চাইতে সুন্দরভাবে সেলফি তুলতে পারেন। এর জন্য অনেকে নিজের ক্ষমতা জাহির করতে নিচ্ছেন ঝুঁকিও।এতে নানা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
ঠিক তেমনি সেলফি তুলতে গিয়ে নিজের প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের তরুনী দেলিওন আলোনসোর স্মিথ (১৯) নাম এক তরুণী।
গতকাল মঙ্গলবার ওই তরুণী বুলেটভর্তি বন্দুক গলার সঙ্গে তাক করে সেলফি তোলার সময় ট্রিগারে চাপ পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, টেক্সাসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হোস্টনে ওই তরুণ স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনার শিকার হন। ১৯ বছর বয়স হলেও স্মিথ দু’ সন্তানের জনক ছিলেন এবং তিনি কলেজে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছিলেন।
স্মিথ যখন নিজের ঘরে হাস্যোচ্ছ্বলে সেলফি তুলছিলেন, তখন তার পাশের ঘরেই ছিলেন এক কাজিন। স্মিথের ওই কাজিন জানান, তারা সকালে বন্দুকটি একটি এলাকায় পেয়েছিলেন। কিন্তু কেন বন্দুকটি প্রশাসনে হস্তান্তর করেননি, সে বিষয়ে কিছু জানাননি।
দুর্ঘটনায় শোকাহত স্মিথের দাদী আলমা ডগলাস বলেন, ‘স্মিথ সোমবার এসেছিল আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আর সে কিনা আজকে নেই। তার এ বিষয়টিকে আমি কিছুতেই মেনে নিতে পারছিনা।’
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে