গরুর পেটে বোমা, আটক করল সেনা!
এক্সক্লুসিভ ডেস্ক : গরুর পেট থেকে টিক টিক আওয়াজ শোনে বোমাতঙ্কে গরু আটক করল সেনাবাহিনী। সীমান্তে আটক গরুকে ঘিরে উত্তেজনা ছড়াল নকশালবাড়ির নয়াবস্তিতে।
বুধবার জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
গরুটির পেটে সেলাই। মেটাল ডিটেক্টর ধরলেই শব্দ। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভারত-নেপাল সীমান্তে একশ'টি গরুকে আটক করে এসএসবি। এসময় দুই পাচারকারীকেও আটক করা হয়।
আটক গরুগুলোর একটির পেট সেলাই করা ছিল। মেটাল ডিটেক্টরে সন্দেহজনক শব্দ পেতেই গরুটিকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এসএসবি ক্যাম্পে। গরুটিকে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে এক্স-রে করা হবে।
একইসঙ্গে গরুর পেটে কী রয়েছে জানতে দুই পাচারকারীকেও জেরা করা হচ্ছে। গরুটির পেটে কি কোনো বোমা আছে- এ আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না এসএসবি।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�