বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ১২:৩০:২৬

নিজের টি-শার্ট খুলে আগুনে ঝাঁপিয়ে ছোট্ট বন্যপ্রাণীটিকে বাঁচালেন মহিলা

নিজের টি-শার্ট খুলে আগুনে ঝাঁপিয়ে ছোট্ট বন্যপ্রাণীটিকে বাঁচালেন মহিলা

এক্সক্লুসিভ ডেস্ক : নিজের প্রাণে ঝুঁ'কি নিয়ে আ'গু'নের মধ্যে গিয়ে একটি ছোট্ট প্রাণীকে বাঁচালেন এক মহিলা। এই ছোট্ট প্রাণীটির মূলত নাম কোয়ালা। কোয়ালা দেখতে কিছুটা অনেকটা ভালুকের জাতভাই পান্ডার মতোন।

কোয়ালাটির গায়ে যাতে আগুনের তাপ কম লাগে সেজন্য নিজের টি-শার্ট খুলে কোয়ালাটির গায়ে জড়িয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ঘটনা। ইউটিউবে আপলোড হওয়া ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের জঙ্গলে আ'গু'ন লাগে। ওই এলাকায় প্রচুর কোয়ালার বাস। আ'গুনে বেশ কয়েকটি কোয়ালার মৃ'ত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি। এলাকার মানুষ নিজের জীবনে ঝুঁ'কি নিয়ে বন্যপ্রাণীদের উ'দ্ধা'র করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর ইউটিউব চ্যানেলে ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাকে এক মহিলা নিজের টি-শার্ট দিয়ে জড়িয়ে নিয়ে একটি কোয়ালাকে আ'গুনের হাত থেকে বাঁ'চা তে ছুটছেন। নিরাপদ দূরত্বে এনে তাকে পানি খাওয়াচ্ছেন।

কোয়ালাটির গায়ে আ'গু'নের আঁচ লেগেছে, জ্বালায় সে অস্থির হচ্ছিল। মহিলা তাকে পানি খাওয়ানোর পর কোয়ালাটির গায়েও পানি ঢেলে দেন। এতে কিছুটা শান্ত হয় কোয়ালাটি। আরও এক ব্যক্তি একটি কম্বল নিয়ে তার দিকে আসেন। দুজনে মিলে কোয়ালাটিকে সরিয়ে নিয়ে যান। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে