শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ০৮:১১:৫৬

কাদার মধ্যে অভিনব প্রি-পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি! বিস্মিত নেটদুনিয়া

কাদার মধ্যে অভিনব প্রি-পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি! বিস্মিত নেটদুনিয়া

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের আগে ও পরের ফটোগ্রাফি বর্তমান সময়ের ট্রেন্ডিং বিষয়। সেই প্রি ও পোস্ট ওয়েডিং ফটোগ্রাফির জন্য দম্পতিরা বেছে নেন বিভিন্ন বিষয়। সম্প্রতি ভারতের কেরালার এক দম্পতি করেছেন এক অভিনব পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি। 

এ জন্য সেই যুগল নিজেদের ছবি তুলেছেন কাদার মধ্যে। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাতেও মেতেছেন নেটিজেনরা। কাদার মধ্যে পোস্ট ওয়েডিং ফটোগ্রাফিটি করেছে কেরালার একটি সংস্থা। 

তাদের ফেসবুক পেজ থেকেই ছবিগুলি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। জানা গিয়েছে, কাদার মধ্যে ছবি তোলা ওই দম্পতির নাম জোসে ও অনিশা।

মাড ফটোগ্রাফির ছবি ভাইরাল হতেই মজাদার বিভিন্ন মন্তব্যে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, ‘মাটির কাছাকাছি থাকা দম্পতি।’ এই ছবি দেখে একজন বিস্ময় প্রকাশ করেছেন, ‘ছবি তোলার আর জায়গা পাওয়া গেল না!’ 

এক জন আবার ফটো সেশনের ব্য'ঙ্গ করে পোস্ট করেছেন ছবি। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি শূকর কাদার মধ্যে বসে রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে