শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ০৮:৩১:২৩

স্ত্রী আয় বেশি হলে নিরাপত্তাহীনতায় পড়ে স্বামী!

স্ত্রী আয় বেশি হলে নিরাপত্তাহীনতায় পড়ে স্বামী!

এক্সক্লুসিভ ডেস্ক : সম্প্রতি এক গবেষণায় ওঠে এসেছে স্ত্রীয়ের পেশাগত সাফল্য নাকি স্বামীদের নি'রাপ'ত্তাহী'নতায় ভো'গার অন্যতম কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য সামনে আসে।

গবেষণা বলছে, যে পুরুষরা অর্থনৈতিকভাবে পুরোপুরি নিজের স্ত্রীয়ের ওপর নির্ভরশীল, তারাই সবচেয়ে বেশি নি'রাপ'ত্তাহী'নতায় ভো'গেন। শা'রী'রি'ক স'ম'স্যাও দেখা যায় এই সব পুরুষদের মধ্যে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় হাজার বিবাহিত দম্পতিকে নিয়ে চালানো হয়েছিল ওই গবেষণা। চলে দীর্ঘ ১৫ বছর ধরে। দীর্ঘদিন ধরে চলা এই গবেষণা এমন একটি তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণার ফলাফল বলছে স্ত্রী যদি পারিবারিক আয় বাড়াতে সাহায্য করে, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু পারিবারিক আয়ের ৪০ শতাংশ যদি স্ত্রীয়ের আয় হয়ে থাকে, উ'দ্বে'গজ'নিত স'ম'স্যায় ভুগতে থাকেন পুরুষেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে