বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১২:১১:১৬

বিয়ে করতে বৃক্ষরোপণ সনদ লাগবে

বিয়ে করতে বৃক্ষরোপণ সনদ লাগবে

এক্সক্লুসিভ ডেস্ক : বুঝলুম, আপনার পছন্দের পাত্র বা পাত্রী আছে। বয়সও আইনের অনুকূলে। পরিবারও রাজি। কিন্তু আপনি কি গাছ লাগান? ওহ না, শুধু গাছ লাগালেই হবে না। আপনি যে গাছ লাগিয়েছেন তার কাগজপত্তর আছে? যদি থাকে তো বিয়ের কথা ভাবুন, নইলে চুলোয় যান! অবাক হচ্ছেন? সত্যিই কমপক্ষে একটি গাছ না লাগালে বিবাহে ইচ্ছুক কোনো জুটির বিয়ে না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের ইস্তাম্বুল জেলার এক পৌর মেয়র। শুধু গাছ লাগানোই নয়, নির্ধারিত কর্তৃপক্ষের দেয়া বৃক্ষরোপণ সনদও সংগ্রহ করতে হবে পাত্র-পাত্রীকে। ইস্তাম্বুলের মারমারা সাগর তীরবর্তী শহর বুইয়ুকচেকমেজে’তে এ সংক্রান্ত নির্দেশনার প্রচার শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শুধু পরিবেশ রক্ষাই নয় শহরে আগত পর্যটকদের দৃষ্টি কাড়তেও এ সিদ্ধান্ত কাজে দেবে বলে মনে করেন মেয়র হাসান আকগুন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র আরো জানান, ইতোমধ্যে পৌরসভার গৃহীত ‘পরিবার বনায়ন’ প্রকল্পের আওতায় হাজার হাজার গাছ লাগিয়েছে পৌরসভা। নতুন পরিবার গড়তে চাওয়া ছেলেমেয়েরা যেন এ প্রকল্পে অবশ্যই অংশগ্রহন করে তাই এমন সিদ্ধান্ত তার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেষ্ট তুর্কি সরকারও দেশটির বৃক্ষায়ন বাড়াতে নানা চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে পূর্বে। দেশটির বন বিভাগের প্রকাশিত তথ্যমতে সরকারি উদ্যোগে এখন পর্যন্ত নির্মিত বনাঞ্চলের আয়তন প্রায় আড়াই মিলিয়ন হেক্টর। এরই ধারাবাহিকতায় বড় শহরগুলোর নিজস্ব উদ্যোগও প্রশংসনীয়। জনবহুল পর্যটন শহর ইস্তাম্বুলের কৃত্রিম বনাঞ্চল ও বৃক্ষরোপিত পার্কগুলোর মোট আয়তন ২১ মিলিয়ন বর্গমিটারেরও বেশি। সূত্র: বাংলামেইল ২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে