বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৫:৫৫

রাস্তা-অ্যাম্বুল্যান্স নেই, জঙ্গলের মধ্য দিয়েই প্রসূতিকে কাঁধে নিয়ে হাসপাতালে গ্রামবাসীরা

রাস্তা-অ্যাম্বুল্যান্স নেই, জঙ্গলের মধ্য দিয়েই প্রসূতিকে কাঁধে নিয়ে হাসপাতালে গ্রামবাসীরা

এক্সক্লুসিভ ডেস্ক : প্রসব য'ন্ত্র'ণায় কা'ত'রাচ্ছেন এক মহিলা। এদিকে বৃষ্টিতে রাস্তার অবস্থা এতটাই খা'রা'প যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যাচ্ছে না। অ'গ'ত্যা গ্রামবাসীরাই জঙ্গলের পথ দিয়ে নিয়ে গেলেন ওই মহিলাকে।

কিন্তু কীভাবে?‌ বাঁশের উপর শ'ক্ত করে কাঁপড় বেঁধে তার উপর মহিলাকে শুইয়ে দেওয়া হল। এরপর কাঁধে করে ওই মহিলাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পার করলেন গ্রামবাসীরা। মহিলার স্বামীও ছিলেন তার মধ্যে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর ইরোড ঘাট জেলার একটি গ্রামে।

ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মহিলাটির নাম কুমারী (‌২২)‌। গত সোমবার তার প্রসব য'ন্ত্র'ণা ওঠে। কিন্তু গ্রামের রাস্তা খা'রা'প থাকায় কোনও অ্যাম্বুলান্স আসতে চায়নি। এরপর কুমারীর স্বামী মদেশ অভিনব উপায় বের করেন। গ্রামবাসীদের সহযোগিতায় বাঁশের উপর শক্ত করে কাঁপড় বেঁধে তার উপরে স্ত্রীকে শুইয়ে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যান। 

প্রায় ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন আড়াই ঘণ্টায়। এরপর জঙ্গলের রাস্তা শেষ হওয়ার পর বড় রাস্তায় ওঠার সময় কুমারীর প্রসব য'ন্ত্র'ণা আরও তী'ব্র হয়। তখন আর অ্যাম্বুল্যান্স ডাকার সময় ছিল না। ওই অবস্থাতেই কোনওমতে স্থানীয় বার্গুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কুমারীকে। সেখানেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কুমারী। মা ও সদ্যোজাত ভাল আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে