শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১১:২৭:২১

কবরে জীবন্ত যুবক!

কবরে জীবন্ত যুবক!

এক্সক্লুসিভ ডেস্ক : বাড়ির উঠানে কবরে জীবন্ত যুবক৷ কীভাবে এমন ঘটনা? ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়োঞা থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের আছোয়াপাড়ায়। নিজের বাড়ির উঠানে গর্ত খুঁড়ে জীবন্ত কবরে ঢোকার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কলকাতা২৪। ৪৮ ঘণ্টা পর কবরের মধ্য থেকে জীবন্ত হয়ে বেরিয়ে আসবে বলেও দাবি করে ওই যুবক৷ যুবকের এ কাণ্ড দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা৷ ওই বাড়ির মালিক হানাই শেখের বক্তব্য, ঈশ্বরের নির্দেশেই এ কাজে সফল হবে ওই যুবক৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিডিও৷ তারা ওই যুবককে কবর থেকে উদ্ধার করে৷ জানা গেছে, বৃহস্পতিবার কবরে ঢোকে নকিবুদ্দিন শেখ নামে এক যুবক। অলৌকিক ক্ষমতার জেরে ওই যুবক করব থেকে বেরিয়ে আসবে বলে গুজব রটে যায় গোটা গ্রামে৷ এ ঘটনার কথা জানাজানি হতেই শুক্রবার দুপুর থেকে কবর চত্বরে ভিড় জমায় বহু মানুষ৷ শুক্রবার সকাল থেকেই কবরের পাশে ওই যুবকের পরিবারের লোকজন কোরআন তেলাওয়াত শুরু করে। ধূপ-ধুনো জ্বালিয়ে প্রার্থনাও করা হয়৷ এ ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ-প্রশাসন৷ পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ৷ ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে