মহাকাশ থেকে রং নম্বরে মহিলার কাছে ফোন
এক্সক্লুসিভ ডেস্ক : মহাকাশ থেকে ফোন! তাও আবার ভুল নম্বরে! পৃথিবীর বায়ুমণ্ডলের ৩৭০ কিলোমিটার ওপর থেকে রং নম্বরে পৃথিবীতে ফোন করে বসেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। পৃথিবীর বায়ুমণ্ডলের ৩৭০ কিলোমিটার ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন বছর ৪৩ বছর বয়সী পিক।
ভুল করার পরই তিনি টুইটারে তা সংশোধন করে নেন। তিনি বলেন, মজা করার জন্য তিনি এটা করেননি। সম্পূর্ণটাই ভুলবশত হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, ভুল করে ওই নাম্বারে ফোন করে ফেলেছিলাম। জানতে চেয়েছিলাম, আমি কি পৃথিবীতে ফোনটা করেছি?
মহাকাশ থেকে তিনি ফোনটি করেছিলেন লন্ডনের একটি বাড়ির ল্যান্ড লাইনে! গভীর রাতে টেলিফোনটা ধরেছিলেন বাড়ির কোনও মহিলা। ও পার থেকে হঠাৎ করে ওই প্রশ্ন শুনে ভেবেছিলেন, কোনও মাতালের কাণ্ড! কিন্তু ‘কল লিস্ট’ দেখে তিনি বুঝতে পারেন, টেলিফোনের নম্বরটি কিছুতেই পৃথিবীর হতে পারে না।
পিক ছয় মাসের জন্য বৈজ্ঞানিক পরীক্ষার কাজে মহাকাশে গিয়েছেন। এর আগে ব্রিটেন সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন তিনি। জাখস্তানের বৈকানুর থেকে রুশ মহাকাশযানে চেপে এই ডিসেম্বরের গোড়াতেই পিক গিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বড়দিনে বাড়িতে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন তিনি। কিন্তু তা রং রুটে গিয়ে পৌঁছালো অন্য এক ভদ্রমহিলার কাছে!
২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�