মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:১৯:৩৩

অ'পরা'ধ কর্মকা'ন্ডের জন্য ভারতের যে শহরগুলো সবচেয়ে কু'খ্যাত

অ'পরা'ধ কর্মকা'ন্ডের জন্য ভারতের যে শহরগুলো সবচেয়ে কু'খ্যাত

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের অন্যতম জনবহুল দেশ ও বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। বৈচিত্রময় এই দেশটির ভৌগলিক ও ঐতিহ্যগত ভাবে সুপরিচিত থাকলেও ভারতের বেশ কিছু অংশে কিছু বিশেষ বিশেষ অ'পরা'ধের বা'ড়বা'ড়ন্ত রয়েছে। আসুন জেনে নিই সেই শহরগুলো সম্পর্কে:-

গাড়ি চু'রি : উত্তর প্রদেশের মীরাট ও মুজফফরনগরের সাথে জড়িত হয়েছে বহু গাড়ি চু'রির ঘটনা। শুধু তাই নয়, উত্তর ভারতের অন্যান্য শহরে গাড়ি চু'রির ঘটনার তদ'ন্ত থেকে উঠে এসেছে এই দুই শহরের দা'গী আসা'মীদের নাম।

হ'ত্যা : মোটা অঙ্কের টাকার বিনিময়ে খু'নের ঘটনা র'মর'মিয়ে চলে উত্তর প্রদেশের ইটাওয়া ও বুলন্দশহর অঞ্চলে। গত কয়েক বছরে এই দুই শহরের সাথে বিহারের বেগুসারাই শহরে পাল্লা দিয়ে বেড়েছে খু'নের ঘটনা, জানাচ্ছে ভারতের জাতীয় অ'পরা'ধ ব্যুরো।

পরিচয়পত্র জা'লিয়া'তি : ভোটার কার্ড বা 'আধার' জাতীয় পরিচয়পত্র জা'লিয়া'তির ঘটনা কয়েক বছরে মা'রা'ত্মক হা'রে বেড়েছে। অ'পরা'ধ ব্যুরোর সাইবার ক্রা'ইম বিভাগ জানাচ্ছে, এমন অ'পরা'ধের হারে শীর্ষে রয়েছে দক্ষিণের শহর হায়দরাবাদ।

লু'ট ও ডা'কা'তি : ঘর-বাড়ি থেকে রাস্তাঘাট বাকি রাখে না কোথাও। হ্যাঁ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অঞ্চল লু'টপা'টের জন্য কু'খ্যা'ত। হাইওয়ে সংলগ্ন বসতিহীন অঞ্চলগুলোই অ'পরা'ধীদের নজরে থাকে, জানাচ্ছে ভারতের জাতীয় অ'পরা'ধ ব্যুরো। 

আইটি ফ্র'ড : তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে নতুন ধরেন অ'পরা'ধ। বেঙ্গালুরু, যেখানে রয়েছে বিশ্বের তা'বড় তা'বড় তথ্যপ্রযুক্তি সংস্থার দফতর, বর্তমানে ভারতের আইট ফ্রড বা তথ্যপ্রযুক্তি অপরাধের রাজধানী বেঙ্গালুরু।

ধ'র্ষণ : একের পর এক ভ'য়াব'হ ধ'র্ষণের খবর সামনে আসার পর থেকে বলা হচ্ছে যে রাজধানী দিল্লিই ভারতের 'ধ'র্ষ'ণ রাজধানী'। যদিও এই দাবির সত্যতা যাচাই করার মতো কোনও তথ্য নেই, তাও দিল্লির গায়ে রয়েই গেছে এই ত'ক'মা।

গু'ম বা অ'পহ'রণ : বেশ কয়েক দশক ধরে চলে আসা গু'মের প্র'ব'ণতা এখনও ভারতের রাজ্য বিহারের পিছু ছাড়েনি। রাজনৈতিক প্রতিহিং'সাজনিত কারণেই সেখানে বেশির ভাগ গু'মের ঘটনা হয় বলে মনে করেন অনেকে।

কয়লা মা'ফিয়া : কয়লা খনির জন্য বিখ্যাত ঝাড়খণ্ডে স'ক্রি'য় আছে বহু মা'ফিয়া চ'ক্র। বন্যপ্রাণীর চো'রাশি'কা'র ও পা'চা'র : ভারতের উত্তরাখণ্ড, যেখানে রয়েছে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য, বর্তমানে বন্যপ্রাণীদের চো'রাশি'কা'র ও পা'চারের একাধিক চ'ক্র৷ বাঘ, চিতাবাঘ ছাড়াও নানা রকমের পাখির চো'রাপা'চার হয় সেখান থেকে।

মা'দক বাজার : হিমাচল প্রদেশের কুলু ও মানালি অঞ্চলে রয়েছে মা'দ'ক-পর্যটনের ব্যা'পক প্রচলন। বিশেষ করে বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছে এই অঞ্চলে আসার ঝোঁ'ক। যার কারণ এই অঞ্চলে ব্যা'প'কহারে গাঁ'জা, আ'ফিম ও চ'রসের উৎপাদন।

ন'কল : পরীক্ষায় নকল করার জন্য বিহারের ব'দনাম রয়েছে কয়েক দশক ধরে। এতটাই গভীরে এই নকলের ধারা যে বেশ কয়েক বার সারা রাজ্যে প্রথম হওয়া শিক্ষার্থীদের বি'রু'দ্ধেও পরীক্ষায় নকল করার অভিযোগ ওঠে ও শিক্ষার্থীরা দো'ষীও সা'ব্যস্ত হয়। সূত্র: ডয়েচে ভেলে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে