শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:১২:১৩

যেখানে সুন্দরী ও বিড়ালের জয়জয়কার

যেখানে সুন্দরী ও বিড়ালের জয়জয়কার

এক্সুক্লুসিভ ডেস্ক : সোশাল মিডিয়াতে ছবি পোস্ট করে কে না চায় লাইক কামাতে? এরমধ্যে এখনইনস্টাগ্রামে ছবি আপলোড করার হিড়িক যেন চোখে পড়ার মত। তবে এই ইনস্টাগ্রামে সুন্দরী ও বিড়ালের ছবিতেই বয়ে যায় লাইকের বন্যা। অর্থাৎ ইনস্টাগ্রামে সুন্দরী ও বিড়ালের জয়জয়কার! আমাদের সমাজে সুন্দরী মেয়েদের ছবি দেখতে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেই সুন্দরী যদি আবার একটু ‘সাহসী’ এবং ‘খোলা’ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভালবাসেন, তবে তো আর কথাই নেই! নিমেষে লাইকের বন্যা বয়ে যায়। আপনি হয়তো ইনস্টাগ্রামে একটি সুন্দর ছবি আপলোড করে ভাবছেন প্রচুর লাইক পড়বে। অথচ তেমনটা হচ্ছে না। হলেও লাইকের সংখ্যা একশো ছাড়িয়ে যাচ্ছে না মোটেই। ওদিকে চড় চড় করে বাড়ছে এক সুন্দরীর লো নেক, শর্ট ড্রেস পরা ছবির লাইক। আবার একই কায়দা লাইকে বাড়ছে বিড়ালের যে কোনো ছবির ক্ষেত্রেও! জানা গিয়েছে, এমনটা ঘটে ইনস্টাগ্রামের একটি বিশেষ পলিসির জন্যই। এ বছরের জুন মাসে এই ফোটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপটি ‘সার্চ অ্যান্ড এক্সপ্লোর’ নামে একটি আপডেট আনে। উদ্দেশ্য— অ্যাপে আপলোড করা ‘ভাল’ ছবি খুঁজে বার করা এবং তাদের ‘রিচ’ বা পৌঁছ বাড়ানো। বলা বাহুল্য, এই ভাল ছবির মধ্যে গুরুত্ব পায় খোলা ছবিগুলিই। সম্প্রতি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া ছবিগুলির সমীক্ষা করে একটি সংস্থা জানিয়েছে, এ বছর সেলিব্রিটিদের মধ্যে সবচেয়ে বেশি লাইক পেয়েছে সেলেনা গোমেজ এবং টেলর সুইফ্‌ট-এর ছবি। তার পরেই রয়েছেন কেন্ডেল এবং কাইলি জেনার, কিম কার্দেশিয়ান ও বিয়ন্স নোল্‌স। তবে স্বল্প পোশাকের এই সব সুন্দরী ছাড়াও ইনস্টাগ্রামে জয়জয়কার বেড়ালদের। বেড়ালের কোনও ছবি পড়তেই হু হু করে বাড়ে লাইক। ২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে