শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৪:১০

আমরা ফেসবুক কেন ব্যবহার করি?

আমরা ফেসবুক কেন ব্যবহার করি?

এক্সক্লুসিভ ডেস্ক : আজকাল ফেসবুক প্রতিটি মানুষের কাছেই একটা নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে যাচ্ছে। সকল কাজে কিংবা অবসর আড্ডাতে ফেসবুকছাড়া যেন এখন আর চলছেই না! তবে কি আমরা ফেসবুকের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছি? এমন প্রশ্নটা কি আমরা আমাদেরকে কখণ করেছি? একটি সমীক্ষা কিন্তু বলছে, মানুষ ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। যা মাদকের মতো নেশা। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেন, তাদের নিয়ে সমীক্ষা করে এই সিদ্ধান্তেই এসে পৌঁছেছেন গবেষকরা। সেই সঙ্গে ফেসবুক ব্যবহার করার কারণও বের করেছেন তারা। তবে তা মোটেও আসক্তির জায়গায় পৌঁছয়নি। গবেষকরা আরও দেখেছেন, যারা ফেসবুক নতুন ব্যবহার করছেন, তারা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উপরে পুরোদস্তুর নির্ভরশীল হয়ে পড়ছেন। জিমে গেলেও অনেকেই তা ফেসবুকে পোস্ট করেন এবং তার বন্ধুদের থেকে ফিডব্যাকের প্রত্যাশা করেন। ফিডব্যাকের ভিত্তিতেই নিজেরা নিজেদের বুঝে নেন। রাজনৈতিক বিষয়ের উপরেও অনেকে পোস্ট করে থাকেন। অ্যাকরন ওয়েন কলেজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আম্বের ফেরিস বলছেন, ‘ফেসবুকের উপরে নির্ভরশীল হয়ে পড়াটা খারাপ ব্যাপার নয়। এই নির্ভরশীলতা আবার আসক্তিও নয়। অনেক মানুষ ফেসবুক ব্যবহার করেন নিজেদের উদ্দেশ্য সাধন করার জন্য।’ ২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে