সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১০:২৩

ছবি নয় সত্যি, ভাসমান বোতলে শত বছরের চিঠি!

ছবি নয় সত্যি, ভাসমান বোতলে শত বছরের চিঠি!

এক্সক্লুসিভ ডেস্ক : মেরিন বায়োলোজিক্যাল এসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সাগরে ভেসে আসা একটি বোতলের ভেতর যে পোস্টকার্ড পাওয়া গেছে তার বার্তাটি শত বছরের পুরনো। ১০৮ বছরেরও বেশি সময় আগে এই বোতলটি সাগরে ছুঁড়ে ফেলা হয়েছিল।

চলতি বছরের এপ্রিল মাসে জার্মানির আমরাম সমুদ্রতীরে এক নারী এ বোতলটি খুঁজে পান।

গবেষকরা ধারণা করছেন, ১৯০৪ থেকে ১৯০৬ সালের মাঝামাঝি কোনও এক সময় বোতলটি উত্তর মহাসাগরে ছোঁড়া হয়েছিল।


পোস্টকার্ডে বলা হয়েছে, বোতলটি যেনো যুক্তরাজ্যের 'মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশন' এর ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।

জর্জ পার্কার বিডার নামে একজন গবেষক এ বোতলগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গতিবিধি নিয়ে গবেষণার অংশ হিসেবে তারা প্রায় এক হাজার বোতল সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলেন।

জর্জ পার্কার বিডার নামে একজন গবেষক এ বোতলগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন। প্রতিটি বোতলে একটি করে পোস্টকার্ড ঢুকিয়ে দেয়া হয়।

পোস্টকার্ডে লেখা ছিল, বোতল ফেরত দেয়ার বিনিময়ে প্রত্যেককে এক শিলিং করে দেয়া হবে।

জার্মানির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ম্যারিয়ান উইঙ্কলেরকে বোতলটির জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরনো আমলের শিলিং দেয়া হয়েছে। জার্মানীর এক দ্বীপে ছুটি কাটানোর সময় সমুদ্রতীরে বোতলটি খুঁজে পান ম্যারিয়ান উইঙ্কলের।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে