মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯:১৬

বিয়ের পর বেশিরভাগ মেয়েদের মোটা হওয়ার রহস্য উন্মোচন

বিয়ের পর বেশিরভাগ মেয়েদের মোটা হওয়ার রহস্য উন্মোচন

এক্সক্লুসিভ ডেস্ক : বাড়ির সকলে স্নেহের নজরে বলে থাকেন, স্বাস্থ্য ফিরেছে। কিন্তু এমনটা হয় কেন? ঠিক কী কারণে বেশিরভাগ মেয়ের চেহারা বদলে যায় বিয়ের পরে? কথায় বলে— 'বিয়ের হাওয়া'। আর সেই হাওয়া গায়ে পড়লে ঘটে আজব ঘটনা। নিতান্ত রো'গাকা'ঠি কিশোরী-কা'টিং মেয়েটি ছ'মাসের মধ্যে কেমন একটা 'বউ বউ' চেহারা প্রাপ্ত হয়। সরলভাবে বললে, খানিকটা মুটিয়ে যায়। 

বাড়ির স্নেহের নজরে বলে থাকেন, স্বাস্থ্য ফিরেছে। কিন্তু এমনটা হয় কেন? ঠিক কী কারণে বেশিরভাগ বাঙালি মেয়ের চেহারা বদলে যায় বিয়ের পরে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চেহারা বদলের পিছনে কিছু শারীরবৃত্তীয় কারণ যেমন রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু ম'নস্তা'ত্ত্বিক পরিবর্তনও। দেখা যাক তার কয়েকটিকে।

বেশিরভাগ মেয়ের প্রথম যৌ'ন-অভি'জ্ঞ'তা ঘটে বিয়ের পরেই। আর নিয়মিত যৌ'নমি'লন শরীরে মূলত তিনটি হ'রমো'নের নিঃ'স'রণ ঘটায়— অ'ক্সিটো'সিন, ভ্যাসো'প্রেসিন এবং এন্ড্রো'ফিন। এই তিনটি যথে'ষ্ট পরিবর্তন আনে শরীরে। বিশেষ করে শেষেরটি 'হ্যাপি হরমোন' নামে পরিচিত। সামগ্রিকভাবেই এরা প্রভা'বিত করে শারীরিক সংগঠনকে। মিলন-পরবর্তী ঘুম মেদবৃ'দ্ধির অন্যতম কারণ।

একটা বড় সংখ্যক মেয়ে বিয়ের পরে দিবা-নিদ্রাস'ক্ত হয়ে পড়ে। সেটা মে'দবৃদ্ধির অন্যতম কারণ। অনেক বাঙালি মেয়েই বিয়ের আগে নাচ অথবা সাইকেল চালানোর মতো কিছু ব্যা'য়ামে অভ্য'স্ত থাকেন। বিয়ের পরে সেসব ছেড়ে দিলে পৃথুলতা আসে। বিয়ের পরে এক ধরনের নিরা'পত্তাবো'ধ জন্ম নেয়। বিবাহ-পূর্ববর্তী জীবনের অনেক উদ্বে'গের নির'সন ঘটে। 

এর কারণে শারীরিক পরিবর্তন ঘটতেই পারে। বিয়ের পরে বেশ খানিকটা স্বাধীনতা পেয়ে অনেক বাঙালি মেয়েই যা খুশি খেতে শুরু করেন। বাবা-মায়ের চোখরাঙানিতে যা তারা বিয়ের আগে খেতে পারতেন না, সেই সব জা'ঙ্ক-খাবার বিপুল পরিমাণে খেয়ে মুটিয়ে ফেলেন নিজেকে। এছাড়াও জন্মনিয়ন্ত্রক প'দ্ধতি গ্রহণ যেমন পি'ল বা ইনজে'কশন এসব গ্রহণের কারণেও বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে