এক্সক্লুসিভ ডেস্ক : দুই প্রান্তের দুইজন। একজন পৃথিবীর সবচেয়ে লম্বা এবং অন্যজন পৃথিবীর সবচেয়ে খাটো। লম্বা মানুষটির নাম সুলতান কশেন। তিনি তুরস্কের নাগরিক।
অপরদিকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষটির নাম চন্দ্র বাহাদুর ডাঙ্গি। তিনি নেপালের নাগরিক। দুজনের সাক্ষাৎ হওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। অবশেষে সাক্ষাৎ করলেন তারা। গিনেজ ওয়ার্ল্ড বুকের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের দুজনের সাক্ষাৎ হয়।
দ্যা টেলিগ্রাফের তথ্য মতে, ৩১ বছরের সুলতান কশেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি এবং পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ চন্দ্র বাহাদুর ডাঙ্গির বয়স ৭৫ বছর। তার উচ্চতা মাত্র ১ ফুট ৭ ইঞ্চি।
গিনেজ বুক অব রেকর্ডের ৬০তম বার্ষিকীতে সুলতান কশেন বলেন, ডাঙ্গিকে যখন আমি দেখি মনে হয়, সে খুবই ক্ষুদ্র মানুষ কিন্তু জীবনের হিসাব ভাবলে বুঝা যায়, আমরা দুজনেই সমান। মনের চোখ দিয়ে দেখলে বুঝা যায়, সে খুবই ভালো মানুষ।
দুই মেরুর এ দুজন একে অপরের সাথে ছবি তুলেন এবং তা এরই মধ্যে মিডিয়াগুলোতে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে