শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৭:২৬

হাবিলদার পদে ‌‘ছাগল’ নিয়োগ!

হাবিলদার পদে ‌‘ছাগল’ নিয়োগ!

এক্সক্লুসিভ ডেস্ক : আজব গাঁওয়ের আজব কথা, যা শুনলে অবাক করার কথা। ভারতীয় সেনার এমন আশ্চর্য কাহিনী এর আগে কখনো শোনা যায়নি। যেখানে একটি ছাগলকে হাবিলদার র‌্যাঙ্কে নিয়োগ করা হয় এবং সেগুলোর প্রত্যেকটির নামই হয় মস্তানা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কেন এমন ঘটনা? সেটা জানার জন্য পাঁচ দশক পেছনে চলে যেতে হবে। সালটা ১৯৬৫। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান এমন একটি জায়গায় আটকে পড়েন, যেখানে তাদের চারদিকে ল্যান্ডমাইন পাতা ছিল। কয়েকজন সেই জায়গা পেরুতে গিয়ে মারাও গিয়েছিলেন। ফলে কেউ আর সাহস করে সামনে এগুতে পারছিলেন না। মনে মনে সবাই জ্বালা দেবীর কাছে প্রার্থনা করছিলেন। জ্বালা দেবী আসলে আগুনের দেবী। মাইনের বিস্ফোরণ থেকে তিনি রক্ষা করতে পারেন মনে করে প্রার্থনায় বসে পড়েন সবাই। সে সময় হঠাত্‍ করে একটি ছাগল সেখানে উপস্থিত হয়। জওয়ানদের সামনে থেকে ওই মাইন ভর্তি মাঠ পেরিয়ে চলে যায়। ছাগলটির পায়ের ছাপ দেখে দেখে জওয়ানরাও পেরিয়ে যান সেই মাঠ। সেই জওয়ানদের মধ্যে একজন ওই ছাগলটিকে সঙ্গে করে নিয়ে যান ব্যারাকে। তারা সবাই মনে করেন, ছাগলটিকে আসলে জ্বালা দেবীই পাঠিয়েছিলেন তাদের রক্ষা করার জন্য। শুধু ব্যারাকে এনেই ক্ষান্ত হননি তারা। ছাগলটিকে হাবিলদার পোস্টে নিয়োগ করে তার জন্য ইউনিফর্মও তৈরি করা হয়। ছাগলটির নামকরণ করা হয় মস্তানা। সেই থেকে মস্তানা পদটির চলন রয়েছে ভারতীয় সেনায়। মস্তানা মারা যাওয়ার পরও অন্য একটি ছাগলকে নিয়োগ করা হয় সেই হাবিলদার পদে। সেই ট্রেডিশন চলছে ১৯৬৫ সালের পর থেকে। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে