শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৮:৪৪

আমেরিকায় চারটি, অথচ বাংলাদেশি পাখায় তিনটি ব্লেড কেন?

আমেরিকায় চারটি, অথচ বাংলাদেশি পাখায় তিনটি ব্লেড কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : দুনিয়ায় কত কিছুই প্রতিদিন ঘটে যায়, তার পেছনে সবসময় যে যুক্তিই থাকবেই, এমন কোনও কথা নেই| যদিও মন দিয়ে দেখলে, এমন কয়েকটি ঘটনা আপনি খুঁজে পাবেন, যার পেছনে সুষ্ঠু বৈজ্ঞানিক যুক্তি রয়েছে|

যেমন ধরা যাক পাখার ব্লেডের সংখ্যা| বাংলাদেশি পাখায় ব্লেডের সংখ্যা থাকে তিনটি করে| অথচ আমেরিকার সমস্ত পাখায় চারটি করে ব্লেড থাকে| কিন্তু এর কারণ কি? সেই বিষয়টি আজ আপনাদের জানাব| ভাববেন না, কোনও কারণ ছাড়াই মার্কিন পাখায় চারটি করে ব্লেড থাকে| তার পিছনে অকাট্য যুক্তি রয়েছে| আমেরিকার পাখা ব্যবহার করা হয় মূলত এয়ার কন্ডিশনার পরিবর্তে বা 'সাপ্লিমেন্ট' হিসেবে| একেই আমেরিকা ঠান্ডার দেশ, তার উপর প্রায় সব বাড়িতেই এয়ার কন্ডিশনার থাকে| মার্কিন মুলুকে কারও বাড়ির পাখা তিনটি ব্লেড-সম্পন্ন বাংলাদেশি পাখার তুলনায় অনেক ধীরে ঘোরে|

একসঙ্গে অনেকটা হাওয়া-র ভর ওই চারটি ব্লেডকে কাটতে হয়| ঠান্ডা হাওয়াকে ঘরের আনাচে-কানাচে পৌঁছে দিতে আমেরিকায় পাখা ব্যবহার করা হয়| অন্যদিকে, বাংলাদেশি পাখা ব্যবহার করা হয় জোরালো হওয়ার জন্য| এসি নয়, অধিকাংশ বাড়িতেই পাখা 'স্ট্যান্ড অ্যালোন অ্যাপলায়েন্স' হিসেবে ব্যবহার করা হয়| যার জন্য বাংলাদেশি পাখাকে মার্কিন পাখার তুলনায় জোরে ঘুরতে হয়| সেই জন্য দেশীয় পাখায় তিনটি ব্লেড থাকে| যাতে পাখার ওজন হালকা হয় ও বেশি গতিবেগে ঘুরতে পারে| 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে