শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১০:০১:৪৩

যে প্রাণীর মৃত্যু নেই!

যে প্রাণীর মৃত্যু নেই!

এক্সক্লুসিভ ডেস্ক : সৃষ্টিকর্তার সৃষ্টির মৃত্যু অবশ্যম্ভাবী। কোনো প্রাণীর মৃত্যু নেই এ কথা আগে কখনো শোনা না গেলেও গবেষণা থেকে জানা যাচ্ছে, ‘টাইনি হাইড্রা’ নামের এক প্রাণী নাকি অমরত্বের খুব কাছকাছি অবস্থান করছে। এক সেন্টিমিটারের মতো লম্বা এ প্রাণী পৃথিবীর যেকোনো জায়গার জলে বাস করে। অমরত্ব নিয়ে মাথা ঘামাননি, এমন মানুষ কেউ আছেন কি? অমরত্ব নেই বলেই মানুষের জীবনে এত শিল্প, এত কাব্য, এত দার্শনিকতা। এ বিশ্বে অবিনশ্বরের সন্ধান মানে তাই আধ্যাত্মিকতা। কিন্তু সাম্প্রতিক এক সন্ধানে বিষয়টি কেমন যেন গুলিয়ে গেল। আধ্যাত্ম-দর্শন নয়, অমরত্ব বিষয়ে নতুন আলোকপাত প্রাণীবিজ্ঞানের আঙিনা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লেরমন্টের পোমোনা কলেজের অধ্যাপক ড্যানিয়েল ম্যারিন্টেজের নেতৃত্বে এক গবেষণা থেকে জানা যাচ্ছে, ‘টাইনি হাইড্রা’ নামের এক প্রাণী নাকি অমরত্বের খুব কাছকাছি নাকি অবস্থান করছে। এক সেন্টিমিটারের মতো লম্বা এই প্রাণী পৃথিবীর যেকোনো জায়গার জলে বাস করে। এদের উপরে বয়সের কোনো ছাপ পড়ে না। এমনকি তেমন পরিবেশ পেলে এরা অনন্তকাল বেঁচে থাকতে পারে। বয়স এবং তার কারণে জরা ও মৃত্যু বহুকোষী প্রাণীর অনিবার্য বৈশিষ্ট্য। কিন্তু হাইড্রার ক্ষেত্রে তেমনটা ঘটে না। হাইড্রার মৃত্যু অবশ্যই হয়, তবে তা আসে আঘাত বা অন্য সংক্রমণ থেকে। বিজ্ঞানীদের মত, হাইড্রার দেহ যেহেতু ‘স্টেম সেল’ বা বিভাজনযোগ্য কোষ দিয়ে গঠিত। তার এক অংশের কোষ নষ্ট হলে অন্য অংশে তা পূরণ হয়ে যায়। ফলে তার দেহ বারবার নবায়ন হয়ে থাকে। গ্রিক পুরাণে হাইড্রা এক বহুশির-বিশিষ্ট দানব, যার একটা মাথা কাটলে অন্য আর একটা গজিয়ে ওঠে। কিংবদন্তী বীর হারকিউলিস তাকে শায়েস্তা করেছিলেন। বলাই বাহুল্য, এই খুদে প্রাণীটির নামকরণের পেছনে কাজ করেছে সেই পুরাণকল্প। তথ্যসূত্র : ইবেলা ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে