স্পোর্টস ডেস্ক : কদিন আগেই তিনি মেয়ের ছবি পোস্ট করেছিলেন। বসন্ত পূর্ণিমায় বাসন্তী রঙের শাড়ি পরে ছবি তুলেছিল শামির ছোট্ট মেয়ে। আবেগে ডগমগ হয়ে ভারতীয় পেসার মেয়ের ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশন লিখেছিলেন, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। সেই ছবি নিমেষে ভাই'রাল হয়েছিল। এবার ফের শামির পোস্ট করা আরেক ছবি ভাই'রাল।
আর এবারও সেই ছবি এক রাজকন্যার। মোহাম্মদ শামির পরিবারে নতুন সদস্য এলো। আর সেই রাজকন্যার প্রথম ছবি পোস্ট করলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার। সদ্যজাত কন্যা সন্তানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন শামি। শামির ভাইয়ের ঘর আলো করে এলো এক ছোট্ট রাজকন্যা।
সোমবার নিউজিল্যান্ডের বি'রু'দ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নামার আগে শামি ইনস্টাগ্রামে ছোট্ট মেয়ের ছবি পোস্ট করে লিখলেন, ''আরও একটি কন্যা সন্তান এলো আমার পরিবারে। ছোট্ট রাজকন্যা ভালবাসায় বেড়ে উঠুক। তোমাকে এই পৃথিবীতে স্বাগত। আমার ভাইয়ের পরিবারের সকলকে অভিনন্দন।''
শামি এই পোস্ট করার পরই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভেসে যান। ভারতীয় দল এদিন জেতেনি। তবে শামির এই খবর সমর্থকদের ক্ষ'তে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে বলা যায়। পারিবারিক স'মস্যায় জের'বার ছিলেন শামি। স্ত্রী হাসিন জাহান একের পর এক মা'রা'ত্মক অভিযোগ করেছিলেন তার বি'রু'দ্ধে। তবে সব অ'ভিযো'গ ও স'ম'স্যা কাটিয়ে উঠে শামি আবার বল হাতে পারফর্ম করে চলেছেন।