এক্সক্লুসিভ ডেস্ক : এতদিন কল্প-কাহিনি কিংবা সিনেমাতেই এলিয়েনদের কথা শুনেছেন। ছবিও দেখেছেন তাদের। এবার বুঝি চাক্ষুষ দেখার সুযোগ মিলবে। পৃথিবীতে হানা দিতে আসছে একঝাঁক এলিয়েন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর খুব কাছে থাকা ফিলে ধূমকেতুতে নাকি গিজগিজ করছে ভিনগ্রহীরা। তাদের আগমন বার্তা শুনে নড়েচড়ে বসেছেন বিজ্ঞানীরাও।
টাইম পত্রিকার বরাত দিয়ে জানা যায়, পৃথিবীর খুব কাছে কাছে থাকা 67P/Churyumov-Gerasimenko ধূমকেতুটিতে খোঁজ মিলেছে ভিনগ্রহীদের। ব্যাক্টেরিয়া, ভাইরাসের মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র আকারে ভিনগ্রহীরা লেগে রয়েছে ওই ধূমকেতুতে। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, 67P ধূমকেতুর উপর বরফজমাট স্তরে ব্যাক্টেরিয়া মাপের ভিনগ্রহীরা বাস করছে কয়েক কোটি।
যদি ওই ধূমকেতু পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে ওই ভিনগ্রহীদেরও প্রবেশ ঘটবে। দ্যা ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইট রসেটা ক্রাফ্ট ধূমকেতুটিকে প্রদক্ষিণ করে একাধিক ছবি পাঠিয়েছে। সেই ছবিগুলি পরীক্ষা করে বিজ্ঞানীরা একপ্রকার নিশ্চিত, ধূমকেতুতে ভিনগ্রহীরা রয়েছে। যদিও একদল মহাকাশ বিজ্ঞানীর বক্তব্য, 67P-তে কোনও ভিনগ্রহী নেই। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এম.এস/একে