রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:০৪:২৪

যে গাছ খাবার খেয়ে ধূমপান করে

যে গাছ খাবার খেয়ে ধূমপান করে

এক্সক্লুসিভ ডেস্ক : গাছ সবচেয়ে ভালো ও উপকারী বন্ধু। যেদিন পৃথিবীতে গাছ থাকবে না, সেদিন হয়তো কোনও প্রাণীও বেঁচে থাকবে না। প্রাণিজগৎ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে এবং কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে বেঁচে থাকে। ঠিক এর বিপরীতভাবে গাছ কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। একে-অপরের পরিপূরক। শুধু অক্সিজেন নয়, খাবার হিসেবেও গাছের প্রয়োজন রয়েছে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে গাছের অপরিসীম গুরুত্ব রয়েছে। প্রাণিজগৎ গাছের খাদক, এটি সকলের জানা। কিন্তু গাছ নিজেও যদি একটি খাদক হয় তাহলে কেমন হত? হ্যাঁ, সম্প্রতি এমনি এক গাছের সন্ধান পাওয়া গেছে, যা তরমুজ খাচ্ছে, ধূমপান করছে ও বিভিন্ন ধরনের খাবার তার সামনে নিলেই তা খেয়ে নিচ্ছে। এই গাছের নাম ‘কার্নিভোরস’। এই গাছ বিভিন্ন ধরনের প্রাণী খেয়ে নিজেদের পুষ্টির চাহিদা মেটায়। এরা ক্ষুদ্র প্রাণী ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এসব গাছ জঙ্গলে বেশি জন্মায়। সেখানে এসব গাছ জাল ফেলে বসে থাকে এবং বিভিন্ন প্রাণী শিকার করে খায়। সাধারণ গাছের মত দেখা গেলেও এদের সামনে খাবার নিলে এদের পাতা থেকে এক রকমের আঁশের মত বের হয়, যা দাঁতের মত দেখা যায়। তারপর এরা খাদ্য গ্রহণ করে। সূত্র: কলকাতা২৪ ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে