শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ১২:১৯:০৩

একজন শওকত, যার কারণে বাংলাদেশ পুলিশে যোগ হয়েছে 'মানবিক ইউনিট'

একজন শওকত, যার কারণে বাংলাদেশ পুলিশে যোগ হয়েছে 'মানবিক ইউনিট'

সাকিব সিকান্দার: 'এক টুকরা পেস্ট্রি অথবা মিষ্টি অথবা কেকের অংশ অথবা একটা কমলা তারা কতদিন চোখে দেখে নাই', কথাগুলো বলতে বলতে কেঁ'দে ফেললেন পুলিশ কনস্টেবল শওকত। 

নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছিলেন তিনি। বলছিলেন, আজকে দশ বছর কোনো নতুন শার্ট আমি কিনি নাই। এটা যদি যাচাই করতে চান চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের সমস্ত সিভিল স্টাফ, সমস্ত ডাক্তার, সমস্ত পুলিশ স্টাফ এবং আমার ফ্যামিলি মেম্বার আর আত্মীয়-স্বজনদের কাছ থেকে যদি জাস্টিফাই করেন তাহলে আরো ক্লিয়ার জানতে পাবেন। দশ বছরে আমার একটা নতুন শার্ট অথবা নতুন প্যান্ট নাই। আপনারা প্রশ্ন করেন তাহলে তুমি চলো কীভাবে?...'

তিনি ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগ দেন। নোয়াখালী ট্রেনিং সেন্টারে ২৪তম ব্যাচ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন শওকত। তারপর কনস্টেবল হিসেবে কাজে যোগ দেন। কিন্তু এই চাকরি করতে গিয়ে হতাশ হয়ে পড়েন। স্বপ্ন আর কল্পনার সাথে তিনি বাস্তবতার কোনো মিল খুঁ'জে পাননি। 'আমার রা'গ চলে আসতো মনের মধ্যে। আমি বাবাকে বলতাম। কয়েকবার ফোন করেছি যে, বাবা আমি আর পারবো না। আমার খুব অসুবিধা হচ্ছে। এই চাকরি আমার দ্বারা সম্ভব হবে না। আমি চলে আসতেছি, আমি পারবো না আর', বলতে থাকেন তিনি। তবে বাবা তাকে বোঝাতেন। ছয় মাসের প্রশিক্ষণ, চাকরি নেওয়ার পেছনে এত সময় ইত্যাদি নিয়ে বাবা ছেলেকে বোঝানোর চেষ্টা করতেন। এতকিছুর পর মাত্র এক-দুই মাস চাকরি করার পর চলে আসার বিষয়টি বাবা চাইছিলেন না। সেই ২০০৫ সালে ২৮৫০ টাকা বেসিকে চাকরি শুরু করেন তিনি। সবকিছু মিলিয়ে ৫ হাজারের মতো বেতন পেতেন তিনি। এখন তিনি ২৫ হাজার টাকার মতো বেতন পান। 

পরে তিনি নিজের ওপর চ্যালেঞ্জ নিলেন। এই চাকরি তাকে কত খাটাতে পারে আর তিনি কত খাটতে পারেন সেই চ্যালেঞ্জ নিলেন। ২০০৫-২০০৯ সাল পর্যন্ত ঢাকায় চাকরি করেন তিনি। এরপর চট্টগ্রাম পুলিশে তার পোস্টিং হয়। পুলিশে থাকা অবস্থাতেই তিনি বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে মেডিক্যালে তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন।   

২০০৯ সালে চট্টগ্রাম রেঞ্জ থেকে তার রাঙামাটিতে পোস্টিং হয়। আর মেডিক্যালে ডিপ্লোমা কোর্স থাকার কারণে ডেপুটেশনে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল হয় তার কাজের ঠিকানা। রাঙামাটি থেকে আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা দেওয়া হয় সেখানে। ওই হাসপাতালে ওটিতে কাজেরও সুযোগ মেলে তার। সার্জারি ডাক্তারদের সহায়ক হিসেবে দায়িত্ব মেলে। ভালো কাজের সুবাদে একসময় ওটির ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। 

এখানে এসে জীবনের নিদারুণ কিছু অভিজ্ঞতা হয় তার। ধীরে ধীরে একজন মানবিক পুলিশ হয়ে ওঠেন শওকত। বললেন, 'যেমন একদিন দেখি একটা মানুষ ডাস্টবিনে পড়ে রয়েছে এবং তাকে পোকায় খে'য়ে ফেলতেছে। তাকে তো আমি ফেলে আসতে পারি না। ওদিকে কেউ ভ'য়েও যায় না, লা'শকা'টা ঘরের পাশে। তারওপর পচা দুর্গ'ন্ধ। অনেকে মনে করতেছে এটা কোনো পচা লাশের গ'ন্ধ। আসলে ওটা জ্যান্ত মানুষ।' 

ফরেনসিক নিয়ে তার আগ্রহ ছিল। এসব বিষয় নিয়ে কেবল বই পড়ে বোঝা যায় না। প্র্যাকটিকেল অভিজ্ঞতা নিতে হয়। দেহের নানা অংশ সম্পর্কে ধারণা পেতে তিনি ডোমঘরের কদম আলীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তিনি ধীরে ধীরে এক্সপার্ট হয়ে ওঠেন। এখন তার হাত পানির মতো চলে। 

পোকায় খা'ওয়া মানুষটিকে ধরে প্রথমে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 'কিন্তু বিবেকের কাছে পরাজিত হই। এই লোকটা যদি আমার আপন ভাই হতো তাহলে আমি কি করতাম?' ডাস্টবিনে পড়ে থাকা মাঝবয়সী পুরুষ মানুষটা ক্ষু'ধার্ত ছিলেন। ভালো থাকা একটা হাত আর পা কিছুটা নাড়াতে পারছিলেন। বোঝাচ্ছিলেন তিনি কিছু খেতে চান। 'আমি যতটুকু বুঝেছিলাম তিনি মানসিক ভার'সাম্যহীন, হাত নিয়ে মুখে দেখাচ্ছিলেন তিনি কিছু খাবেন', বলেন শওকত। গ্লাভস কিনলেন তাকে ধরার জন্য। কিন্তু প্রমাণ সাইজের একটা মানুষকে তিনি কিভাবে একা বয়ে নিয়ে যাবেন? অনেককে ডেকেছেন। কিন্তু এমন অবস্থা দেখে কেউ আর এগিয়ে আসেননি। তারা ওই মানুষটিকে দেখে থুথু ফেলে চলে যান। এক ঘণ্টা ধরে অনুরোধ করেও তিনি কাউকে পাননি। পরে তিনি ফেরত যান। সেখান থেকে দুই সহকর্মীকে নিয়ে আসেন। একজন এখন কনস্টেবল এবং আরেকজন প্রমোশন পেয়ে এএসআই হিসেবে কর্মরত। তারা তিনজন মিলে এক ভ্যানগাড়িওয়ালাকে অনুরোধ করে নিয়ে আসেন। পরে কোনভাবে তাকে তুলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেও ভর্তি করতে সমস্যা হচ্ছিল। অবশেষে নিজে অভিভাবক হয়ে তাকে ভর্তি করেন শওকত। সেখানে শুরু হয় তার ড্রেসিং আর চিকিৎসা। প্রতিদিন রাতে একবেলা তিনি খাবার দিয়ে আসতেন রোগীকে। তার খাবার নিয়ে যাওয়ার অপেক্ষায় বসে থাকতেন সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আবার কর্মব্যবস্ততায় কোনদিন তিনি খাবার নিয়ে না যেতে পারলে রোগী না খেয়েই থাকতেন। রোগীর ড্রেসিং তিনি নিজেই করতে থাকলেন, একটানা তিন-চার মাস ধরে। যা কামাই করতেন বেশিরভাগ টাকাই এই রোগীর পেছনে খরচ হচ্ছিল তার। মাঝে মাঝে খারাপ লাগতো। এই অচেনা অজানা মানুষটার পেছনে তিনি এত টাকা কেন খরচ করছেন? 'কিন্তু যখন আমি তার কাছে যেতাম এবং সে আমার দিকে তাকিয়ে নিষ্পাপ হাসি দিতো, উপর আল্লাহ সাক্ষী, তখন আমার সব দুঃখ চলে যেতো। তখন আমার মনে হতো যে আমার পুরো বেতনটাই এর পেছনে দিলেও বিন্দুমাত্র আফসোস আসবে না। সে যে একটা জীবন ফেরত পেয়েছেন আর তার পেছনে আমি যে শ্রম দিয়েছি তাই আমার সবচেয়ে বড় আনন্দ।' এখন সেই মানুষটি ভালো আছেন। তবে তার ডান হাতটা অচল আর একটা পা হাঁচুর নিচ থেকে কে'টে ফেলতে হয়েছে। 

আরেকটি ঘটনা। তার বোনের হাতে সি'স্ট ধরা পড়ে। অপা'রেশন করতে চট্টগ্রামেই নেওয়া হয়। সেখানে বাবা, মা, ভাই সবাই ছিলেন। ওটি করতে গেলে রক্ত প্রয়োজন। 'আমার আর বোনের রক্তের গ্রুপ একই। বোনকে ওটিতে নিয়েছে। আমি তখন মেডিক্যালের গেটে। সেখানে দেখলাম পাঁচ-ছয় বছর বয়সের একটা বাচ্চাকে ঘিরে রয়েছে কয়েকজন মানুষ। তার পরনে পায়জামা-পাঞ্জাবি, র'ক্তে লাল।' দৌড়ে গেলেন শওকত। শুনলেন কোনো একটা এতিমখানার ছাত্র সে, গাড়ি দু'র্ঘট'নায় এই অবস্থা হয়েছে। আহ'ত অবস্থায় মেডিক্যালের সামনে দিয়ে চলে গেলে লোকজন। সিদ্ধান্ত নিলেন তিনি, 'বোনের ওখানে তো অন্য ভাইয়েরা আছে, বাবা আছে। কিন্ত বাচ্চাটার তো কেউ নাই। পরে নিজে ট্রলিতে করে তাকে দ্রুত নিয়ে গিয়েছি।' পায়ের হাড় ফে'টে গেছে বাচ্চাটির। দ্রুত চিকিৎসা দিতে হবে। ওদিকে পরিবারের লোকজন তাকে ফোন দিচ্ছেন। শওকত কোনমতে জানালেন, তিনি হাসপাতালেই আছেন। জরুরি হলে তাকে জানালেই চলে আসবেন। বাচ্চাটির ওষুধ থেকে শুরু করে সারাদিন সেবা দেওয়ার দায়িত্বটা তিনি পালন করতে থাকলেন। ওদিকে বোনের ওটি শেষে তাকে কেবিনেও পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। পরে বাচ্চার চাচা আসলে বোনকে দেখতে যান শওকত। বকা খেতে হয়েছে সবার কাছে। কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন পরিস্থিতি কেমন ছিল। 

কিছুদিন পরের ঘটনা। রাঙামাটি থেকে একজন নার্সিং পুলিশ ফোন দিলেন। জানালেন, একজন গরীব মানুষের বাচ্চা ট্রাক দুর্ঘ'টনায় পড়েছে। আপনি একটু দয়া করে দেখবেন। রাঙামাটি থেকে রোগী আসছে চট্টগ্রামে। 'তখন সম্ভবত রাত আড়াইটা বাজতেছে'। তখনই হেঁটে চলে গেলেন হাসপাতালে, যেখানে রোগী আসার কথা। আহত বাচ্চাটা আসলো। ডাক্তার জানালেন তাকে এখোনি আইসিইউতে নিতে হবে। না হলে নির্ঘাত মারা যাবে সে। চট্টগ্রাম মেডিক্যালে আইসিইউ বেড পাওয়া ভাগ্যের ব্যাপার। 'একটা ফাঁকা হওয়া মানে সেখানে এক হাজার দরখাস্ত পড়া, জানালেন শওকত। তার চিকিৎসার জন্য খরচের পালা। তাদের কাছে রয়েছে সর্বসাকুল্যে ৫০ হাজার টাকা। কিন্তু খরচ হবে আড়াই লাখ টাকা। পরে তার কয়েকজন সিনিয়র স্যারের মাধ্যমে বিলটাকে অর্ধেক করে নিয়ে আসা হয়। বাকি একলাখ টাকা দরকার। 'পরে হাসপাতল কর্তৃপক্ষকে পোশাক পড়া অবস্থায় একরকম পায়ে ধ'রা বাকি ছিলো আমার'। কিন্তু অন্তত আরো পঞ্চাশ হাজার লাগবেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ। কি আর করা? দুটো ফার্মেসি ছিল তার। দুটোই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিক্রি করে হাতপাতালের বাকি বিল পরিশোধ করেন। এমনকি ওই বাচ্চাটাকে আইসিইউ পাইয়ে দিতেও তাকে অনেক কিছুর আশ্রয় নিতে হয়েছিল তখন। 

২০১১-২০১২ সাল থেকে বেওয়ারিশ, অস'হায় মানুষদের সেবা দেয়ার জন্য তিনি চ্যারিটি করতে থাকেন। সেবা তার কাছে নে'শার মতো। কিন্তু এর পেছনে খরচ বড় সমস্যা। মুখে অনেক কিছু বলা গেলেও বাস্তবে নামলে কত কঠিন তা বোঝা যায়। 

এসব করতে গিয়ে তার নিজের অবস্থাও শোচ'নীয়। শওকতের চিন্তা একটাই, 'আমি যদি এক হাজার টাকা নিয়ে একটা স্টাইলিশ গেঞ্জি কিনি, ওই টাকা দিয়ে আমি পোকায় খাওয়া মানুষগুলোর জন্যে ১০টা টি-শার্ট কিনতে পারবো'। এখন এই মানুষগুলা তাকিয়ে থাকে কখন শওকত নামের এই মানুষটির দেখা মিলবে। তিনি যাওয়া মানেই তাদের কপালে ভালো কিছু ঘটবে, তাদের খাওয়া জুটবে। 

তখন তার বিয়েশাদির চিন্তা চলছে। কিন্তু তার পরনের কাপড়টাও ভালো নয়। কোন পরিবার তার কাছে মেয়ে দেবে? প্রথম ফার্মেসিটা বিক্রি করেন যার সাথে, সেই মানুষটি শওকতের সততা ও মানবিক দিক সম্পর্কে জানেন। তিনিই তার শ্যালিকার জন্যে এই মানবিক পুলিশ সদস্যকে পছন্দ করলেন। সেই মেয়েটির সাথেই বিয়ে হয় তার। নতুন বউয়ের একটাই আবদার ছিলো। বর তাকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাবে। কিন্তু অর্থের অভাবে সেই কাজটি এখনো করতে পারেননি। তাদের ঘরে দেড় বছরের একটা ফুটফুটে সন্তানও রয়েছে। 

পনেরো বছর ধরে চাকরি করছেন তিনি। 'তিন বছর পর পর আমাদের একটা বিনোদন ভাতা দেয়। এটা আসলে ভ্রমণের জন্যেই। কিন্তু আমি এখন পর্যন্ত এই টাকা ঘোরাঘুরির পেছনে ব্যয় করতে পারি নাই', আক্ষেপহীন কণ্ঠে বললেন তিনি। 

বিয়ের সময় তার শেরোয়ানিটা ভাড়া করা ছিল, কিনতে পারেননি। আর বন্ধুরা মিলে একটা নতুন শার্ট, একটা প্যান্ট আর এক জোড়া জুতা কিনে দিয়েছিলেন। 

এখন পর্যন্ত তিনি কোনো নতুন জামা কিনতে পারেন না। তিনি জানেন, তার এই একটা নতুন জামার বিনিময়ে তিনি কয়েকটা জামা পাবেন সেই মানুষগুলোর জন্যে, যারা তার অপেক্ষায় তাকিয়ে থাকে। 

তার এই সেবামূলক কাজে কোনো অনুদান নেই। তিনি তার সহকর্মীদের রাজি করিয়ে বর্তমানে ১০ জনের একটা দল গড়েছেন। যে যা পারেন তাই জমা করেন এবং সেই টাকা এসব কাজে ব্যয় করেন। কিন্তু তাদের এই সামান্য টাকায় তো আর চলে না। অবশেষে আরেকটি পদক্ষেপ নিলেন তিনি। বড়কর্তাদের এক সভায় তিনি মুখ খুললেন। স্যারদের সব খুলে বললেন। দারুণ সাড়া মিলল। বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো যোগ হলো মানবিক ইউনিট। এখন এই ইউনিটের কাজই হচ্ছে নিঃস্ব, অসহায়, বেওয়ারিশ মানুষগুলোকে চিকিৎসা, খাদ্য, বস্ত্র এবং আইনি সহায়তা দেওয়া। এখন যেকোনো স্থান থেকে এই মানুষগুলোকে সহায়তা পাইয়ে দিতে কোনো সাধারণ মানুষও ৯৯৯ নম্বরে ফোন দিচ্ছেন। নিকটস্থ থানায় খবর চলে যাচ্ছে। 'আর এসব থানা আমাদের সম্পর্কে অবগত। তারা আমাদের মানবিক টিমকে জানাচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছি।' 

তবে এই টিমের সদস্যদের মূল কাজ কিন্তু এটা নয়। তাদের নিয়মিত ডিউটি পালন করতেই হয়। যে যখন কিছুটা অবসর পান, তিনিই ছুটে যান সেবা দিতে। 
এখনো সেই আগের মতোই দুঃস্থদের জন্যে নিবেদিত শওকত। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত কোনো ঈদে তিনি পাঞ্জাবি কেনেননি।  

তবে অনেকেই প্রশ্ন করেন তাকে, 'এই যে তুমি এভাবে পাগল-ছাগলদের জন্য এভাবে খরচ করছো, নিজের জন্য জমাচ্ছো না। ধরো, তোমার ক্যান্সার হলো, বা কোনো অ্যাক্সিডেন্টে তোমার একটা পা ন'ষ্ট হয়ে গেলো, কে তোমাকে খাওয়াবে?' 

'আমার বেশিরভাগ পেশেন্ট কিন্তু মৃত্যুপথযাত্রী। এদের অর্ধেক হয়তো ভালো হয়। বাকি অর্ধেক চলে যায়। এদের দেখলে যেকোনো মানুষ এটা সেটা ছুড়ে মারে। এরাই কিন্তু আমার জামা আকড়ে ধরে, যেনো আমি না চলে যাই। এটাই আমার সবচেয়ে বড় পাওনা।' এর বেশি কিছু আর ভাবতেও চান না শওকত। এটাই তার প্রাপ্তি, এটাই তার তৃপ্তি।সূত্র: কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে