রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৪:০৮

যে ছবিতে ভার্চ্যুয়াল জগত তোলপাড়

যে ছবিতে ভার্চ্যুয়াল জগত তোলপাড়

এক্সক্লুসিভ ডেস্ক : একটি বহুল প্রচলিত প্রবাদ আছে ১০০ নিউজের চেয়ে একটি ছবি বেশি কথা বলে। তাই মানুষ সব সময় ছবিকে বেশি গুরুত্ব দেয়।তেমনি ২০১৫ সাল জুড়ে ছবি নিয়ে নেট দুনিয়া ছিল বেশ সরব। এ ছবি নিয়েই গোটা বিশ্বে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তাল হয়ে পড়ে। এ বছরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা এবং ভুল বিভিন্ন ছবি খুজে বের করা নিয়ে সাংবাদিকদেরও অনেক ব্যস্ত থাকতে হয়েছে। ২০১৫ সালে অনেক ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আদতে যেগুলো ছিল মিথ্যা এবং ভুল। যত দূর চানা গেছে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছবি তৈরি করা হয়েছে, কখনো কখনো সদ্য পাওয়া খবরের ক্ষেত্রেও এমনটা হয়েছে যেখানে খবরের সাথে সম্পর্ক নেই এমন ছবিও বহুবার শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে।তেমনি একটি বহুল আলোচিত ছবি হলো এটি। এ ছবি নিয়ে নেপাল ভূমিকম্প নিয়ে মিথ্যাচার করা হয়েছে। এ বছরের এপ্রিলে নেপাল ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ছবিগুলোর একটি এটি। "নেপালে চার বছরের ভাই তার দুই বছরের বোনকে আগলে রাখছে" এই ক্যাপশনের সাথে ছবিটি ফেসবুক এবং টুইটারে শেয়ার হয়েছে অসংখ্যবার। তবে আসলে ছবিটি তোলা হয়েছে ২০০৭ সালে ভিয়েতনামের একটি প্রত্যন্ত গ্রাম থেকে।অথচ এটি নেপালের ভূমিকম্পের পরবর্তী ছবি বলে চালিয়ে দেয়া হয়েছে। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে