রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৫৯:২৪

মানুষের রক্ত চুষে নিচ্ছে এই বাঁদুর! র'ক্তের জন্য মানুষকে আ'ক্র'মন করছে

 মানুষের রক্ত চুষে নিচ্ছে এই বাঁদুর! র'ক্তের জন্য মানুষকে আ'ক্র'মন করছে

এক্সক্লুসিভ ডেস্ক : ছুঁচলো নাক, মুখের দুপাশে বেরিয়ে আশা শ্বদন্ত। যে কোনও মানুষকে মুহুর্তে সম্মোহিত করে নেওয়ার অসীম ক্ষমতা। অক্ষয় জীবনের অধিকারী। রাতের অন্ধকারে সুন্দরী তরুণীর র'ক্ত শুষে নিচ্ছে সেই বাঁদুর-মানুষ। আমাদের সবার পরিচিত হাড় হিম করা গল্পের কাল্পনিক চরিত্র কাউন্ট ড্রাকুলা এবার বাস্তব।

ব্রাজিলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রকাশ করলেন এই চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা জানান যে, ব্রাজিলেরে জঙ্গল একধরনের র'ক্তচোষা বাঁদুর এবার র'ক্তের জন্য মানুষকে আ'ক্র'মন করছে। সাধারণত ওই বাঁদুরগুলো জন্তু জানোয়ারের র'ক্ত খেয়ে থাকে। গবেষকদের মতে ক্রমশ জঙ্গল ধ্বং'স হয়ে যাওয়ায় নিজের প্রাকৃতিক আস্তানা ও খাদ্য হারাচ্ছে তারা।

ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ পেরনামবুকোর গবেষক এনরিকো বার্নার্ড জানান, ওই ব্রাজিলের বনে বাঁদুরগুলোর এই পরিবির্তনে তাঁরা আশ্চর্যচকিত। ওই বাঁদুরগুলোর বর্জ্য পরিক্ষা করে মানুষের ডিএনএ পেয়েছেন বলেও জানান তিনি। সহজ শি'কার হিসেবে ওই বাঁদুরগুলো বাড়ির বাইরে শুয়ে থাকা মানুষদের র'ক্ত চুষে নিচ্ছে।

ওই বাঁদুরগুলো জলাত'ঙ্কের মত রোগ ছড়াচ্ছে। এদের লালায় একধরনের রাসায়নিক থাকে যা আ'ক্রান্ত ব্যক্তির অনুভূতিকে অসাড় করে দেয়। ওই গবেষক আরও জানিয়েছেন যে, তার দল কীভাবে এই র'ক্তচোষা বাঁদুরগুলোর আ'ক্র'মন থামানো যায় এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে