বরফ পানিতে ভাসে কেন?
এক্সক্লুসিভ ডেস্ক : বরফ পানিতে ভাসে কেন, জেনে নিন। তাপমাত্রা ও চাপের তারতম্য ভেদে প্রত্যেক পদার্থেরই তিনটি অবস্থা। কঠিন, তরল ও বায়বীয়। তাপমাত্রা ও চাপের তারতম্যের কারণে পানিকে তিনটি অবস্থায় পাওয়া যায়। বরফ, পানি ও জলীয় বাষ্প।
বেশির ভাগ পদার্থেরই কঠিন অবস্থার ঘনত্ব তরল ও বায়বীয় অবস্থার চেয়ে বেশি। তরল লোহার চেয়ে কঠিন লোহার ঘনত্ব বেশি। তাই কঠিন লোহাকে তরল লোহার ভেতর রাখলে সে ডুবে যায়।
কিন্তু বরফের চেয়ে পানির ঘনত্ব অনেক বেশি। বরফের টুকরো সমআয়তন পানির চেয়ে হালকা। এ কারণে বরফের বার ভাগের এক ভাগ পানির উপরে ভাসমান থাকে। তাই বরফ পানিতে ভাসে।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�