সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৫:১৪

মাটি খুঁড়তেই ২০ কোটি টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক: মাটি খুড়তেই ২০ কোটি টাকা! খবরটি শুনে নিশ্চয় অবাক হয়েছেন। অবাক হওয়ার মতোই খবর বটে। কারণ এতগুলো টাকা একসঙ্গে পাওয়া আকাশ কুসুম কল্পনার ন্যায়। তবে ঘটনাটি স্বপ্নের মতো হলেও এমনই এক সত্যিকারের ঘটনা ঘটেছে ভারতের বালি পৌরসভারেএক ইঞ্জিনিয়ানের বাড়িতে। ওই ইঞ্জিনিয়ারের বাড়ির দেওয়াল ভেঙে, রান্নাঘরের টাইলস সরিয়ে, মাটি খুঁড়েই এই কোটি কোটি টাকার হদিস পাওয়া গেছে।

শুধু মাটি খুঁড়েই নয়, ঘরের বক্স খাটের নিচেও থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। বেআইনিভাবে বাড়িতে এই বিপুল পরিমাণ রুপি রাখার অভিযোগে গত শুক্রবার ইঞ্জিনিয়ারকে পুত্রসহ গ্রেফতার করা হয়েছে।

আটক ওই ইঞ্জিনিয়ারের নাম প্রণব অধিকারী। বাড়ি হাওড়ার ঘুসুড়ির নস্করপাড়া রোডে। গত ২০ বছর ধরে তিনি বালি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন প্রোমোটারের থেকে বাড়ির প্ল্যান পাস করানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রোমোটার প্রণব অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে লালবাজারের অপরাধদমন শাখার অফিসাররা ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন। তারাই বাড়ির সর্বত্র খুঁজে ওই বিপুল পরিমাণ টাকার সন্ধান পান। এখনও পর্যন্ত আটক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা এবং প্রচুর সোনার গয়না উদ্ধার করেছেন অফিসাররা।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে