বই লিখে আয় ২ হাজার ৭৬০ কোটি টাকা!
এক্সক্লুসিভ ডেস্ক : লেখালেখি করে বিশ্বের অনেক লেখক-লেখিকাই আয় করছেন কোটি কোটি ডলার। বিশ্বের নামকরা লেখিকা ভেরোনিকা রথ ও ড্যানিয়েল স্টিল। তারা দু’জন ২০১৪-১৫ সালে আয় করেছেন প্রত্যেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৯৪ কোটি।
লেখালেখি করে বিশ্বের কোন কোন লেখক এগিয়ে আছেন তার একটি তালিকা প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত প্রভাবশালী সাময়িকী ফোর্বস।
সাময়িকীটি বলছে, বিশ্বের নামকরা লেখক জেমস পিটারসন ও জর্জ আর আর মার্টিন। তারা দুজনে ২০১৪-১৫ সালের জুন পর্যন্ত আয় করেছেন ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২ হাজার ৭৬০ কোটি।
তালিকার শীর্ষ পাঁচে আছেন দুজন লেখিকা। সপ্তমে হ্যারি পটার বইয়ের লেখিকা জে কে রাওলিং। তার আয় ১৯ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি টাকা।
মার্কিন লেখিকা ভেরোনিকা রথের বয়স মাত্র ২৬ বছর! ফোর্বসের শীর্ষ তালিকায় তিনিই সবার ছোট! অল্প সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ লেখিকার আয় ২৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৪ কোটি টাকা।
শুধু গত বছর তার লেখা জনপ্রিয় ট্রিলোজি ডাইভারজেন্ট থেকে আয় হয়েছে ৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা। তার লেখা থেকে তৈরি ইনসারজেন্ট চলচ্চিত্র থেকে আয় হয়েছে ২৯৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২ হাজার ২৯৩ কোটি।
মার্কিন লেখিকা ড্যানিয়েল স্টিলের আয় ২৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৪ কোটি। ১৯৭৩ সালে লেখক হিসেবে পেশা শুরুর পর তিনি ৯৪টি উপন্যাস প্রকাশ করেছেন। ২৮টি ভাষায় লেখা অনুদিত তার বই মিলবে বিশ্বের ৪৭টি দেশে।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�