সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৪০:৩৪

মহাকাশে ময়লা-আবর্জনার স্তুপ, এ ও কি সম্ভব!

মহাকাশে ময়লা-আবর্জনার স্তুপ, এ ও কি সম্ভব!

এক্সক্লুসিভ ডেস্ক : যদি শোনেন যে, মহাকাশে ময়লা আবর্জনার স্তুপ! তবে নিশ্চিত ভাববেন এ আবার কেমন কথা! সেখানে ময়লা আবর্জনা আসবে কোথা থেকে? প্রশ্নটা অমূলক নয়। আবার ঘটনাটি কিন্তু মিথ্যেও নয়। তিল করে মহাকাশে আবর্জনা কম জমেনি। ১৯৫৭ সাল থেকে মহাকাশকে নেড়ে-ঘেঁটে দেখার আগ্রহ বেড়েই চলেছে। পরবর্তী ৬ দশকে মহাকাশ-গবেষণার কাজে পাঠাতে হয়েছে দেদার স্যাটেলাইট। সেখানে চক্কর মেরেছে অঢেল স্পেশশিপ। মহাকাশযান তার বর্জ্য ছেড়ে ফিরে এসেছে পৃথিবীতে। ১৯৫৭-য় স্পুটনিক উৎক্ষেপণ থেকে আজ পর্যন্ত জমে থাকা এই ‘ডেবরি’ বা জঞ্জালের আকার আপেল থেকে শুরু করে করে একটা আস্ত বাসের মতো। এই সব ‘আবর্জনা’-র মীমাংসা শেষমেষ হয়নি। তারা পৃথিবীর কক্ষপথে থেকে গিয়েছে অনন্তকাল পাক খাওয়ার জন্য। বিজ্ঞানীদের অভিমত, ৬ দশক লেগেছে এই জঞ্জাল জমতে। আরো ৬ দশকের মতো সময় লাগবে তাদের সাফ করতে। নাসা এই মুহূর্তে এই রকম ২০,০০০টি জঞ্জালকে সরাতে চেষ্টা করা হচ্ছে। বর্তমানে মহাকাশ-জঞ্জাল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে কল্পনা করার চেষ্টাও করছেন, কী অবস্থায় রয়েছে আবর্জনা-সহ পৃথিবীর কক্ষ-এলাকা? গ্রেট ব্রিটেনের রয়্যাল ইনস্টিটিউশনের বিজ্ঞানী স্টুয়ার্ট গ্রে এই বিপজ্জনক পরিস্থিতিকে ধরেছেন এক অসাধারণ গ্রাফিক্সের মাধ্যমে। ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে